ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের ব্যাট-বলের প্রস্তুতি শুরু

স্পেশাল করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
টাইগারদের ব্যাট-বলের প্রস্তুতি শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে ২৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। ক্যাম্পের শুরু থেকে বুধবার (৩ জানুয়ারি) পর্যন্ত ফিটনেসের পাশাপাশি গুরুত্ব পেয়েছে পেসারদের স্পট বোলিং ও ব্যাটিং অনুশীলন। পাশাপাশি ব্যাটসম্যানদেরও অনানুষ্ঠানিক অনুশীলন করতে দেখা গেছে।

কিন্তু বৃহস্পতিবার (৪ জানুয়ারি) থেকে শুরু হেয়েছে তাদের ব্যাটিং বোলিংয়ের মূল অনুশীলন। এদিন সকাল সাড়ে ১১টা থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামের তিনটি স্পটে একযোগে অনুশীলন শুরু করে মাশরাফি-সাকিবরা।

মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমির মাঠ ও ইনডোরের পাশাপাশি প্রথম দিনের মতো অনুশীলন হয়েছে শের-ই-বাংলার সেন্টার উইকেটে।

মূল ভেন্যুর নেটে সাকিব, তামিম, রিয়াদ, মুশফিক, এনামুল বিজয়দের বল করেছেন স্কোয়াডে ডাক পাওয়া প্রতিটি বোলাররাই।

দিনের প্রথম সেশনের অনুশীলন শেষ হয়েছে বেলা আড়াইটায়। এরপর দ্বিতীয় সেশনের অনুশীলন শুরু হয় বিকেল ৫টা থেকে। চলেছে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। ত্রিদেশীয় সিরিজের প্রতিটি ম্যাচই ফ্লাড লাইটের আলোয় খেলতে হবে তাই সেই প্রস্তুতিও সেরে নিচ্ছেন লাল-সবুজের ক্রিকেটাররা।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ৪ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।