ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টুর্নামেন্ট সেরার লক্ষ্যেই নামবে শ্রীলঙ্কা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
টুর্নামেন্ট সেরার লক্ষ্যেই নামবে শ্রীলঙ্কা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জিম্বাবুয়ের ভয়ংকর রূপ সম্পর্কে শ্রীলঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুসের অভিজ্ঞতাটি একেবারেই তরতাজা। মাস ছয়েক আগে তিনি খুব ভালভাবেই দেখেছেন সফরকারী হয়েও তাদের মাটিতে জিম্বাবুইয়ানরা কতটা দাপুটে খেলেছিল। লঙ্কানদের থোরাই তোয়াক্কা করে ৫ ম্যাচ সিরিজের ওয়ানডে সিরিজটি গ্রায়েম ক্রেমাররা ৩-২ এ জিতে ৯৬’র বিশ্ব চ্যাম্পিয়নদের সামর্থ্য প্রশ্নবিদ্ধ করেছিল।

তাই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে দলটির হার নিয়ে মোটেও আত্মতুষ্টিতে ভুগছেন না ম্যাথুস। বুধবারের (১৭ জানুয়ারি) ম্যাচটিকে সামনে রেখে তিনি ও তার দল সর্বোচ্চ সতর্কতাই অবলম্বন করছেন, ‘কাল আমাদের শুরুটা ভালো করতে হবে।

আন্তর্জাতিক ক্রিকেটে আপনি কখনই আত্মতুষ্টিতে ভুগতে পারেন না। তারা যে কোনো সময়ই বিপজ্জনক হয়ে উঠতে পারে। বাংলাদেশের কাছ হেরে গেছে বলে আমাদের নির্ভার থাকার কোন সুযোগ নেই। আমাদের শুরুটা শক্তভাবে করতে চাই। ’

মঙ্গলবার (১৬ জানুয়ারি) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে তিনি একথা বলেন। লঙ্কান দলপতি এসময় সংবাদ মাধ্যমকে ত্রিদেশীয় সিরিজে নিজেদের লক্ষ্যের কথাটিও জানিয়ে রাখলেন।

‘টুর্নামেন্টে সেরা হওয়াই আমাদের লক্ষ্য। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। প্রতিটি ম্যাচেই আমরা উন্নতি করতে চাই। এটাই আমাদের মূল লক্ষ্য। একথা ঠিক জয় গুরুত্বপূর্ণ কিন্তু যখন আপনি ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে এগুবেন তখন প্রতিটি অ্যাঙ্গেল থেকেই দেখতে হবে। ’

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি চ্যালেঞ্জিং হবে বলেও জানিয়ে রাখলেন ম্যাথুস, ‘জিম্বাবুয়ে শ্রীলঙ্কায় ভালো খেলেছে। ওরা ভালো দল। ওদের সব প্লেয়াররাই দেশের জন্য খেলতে ফিরেছে। অতএব তারা এখন অনেক শক্তিশালী। এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। তারপরেও আমরা সামনে তাকাতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।