ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১৪ জুন আফগানদের অভিষেক টেস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
১৪ জুন আফগানদের অভিষেক টেস্ট ছবি:সংগৃহীত

ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেট খেলতে নামছে আফগানিস্তান। ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টটি ১৪ জুন থেকে শুরু হবে। সদ্য আইসিসির সম্পূর্ণ সদস্য পদ পেয়েছে আফগানরা। আর প্রথম টেস্ট খেলতে আসছে ভারতের মাটিতে।

ব্যাঙ্গালুরুতে প্রথম টেস্ট খেলবে আফগানিস্তান। মঙ্গলবার দুই বোর্ডের কর্মকর্তাদের আলোচনার পরেই এই সিদ্ধান্ত হয়।

বিসিসিআইয়ের কার্যকরি সচিব অমিতাভ চৌধুরী বলেন, ‘যদিও এটা বর্ষার সময়। তবুও আশা করছি এই ঐতিহাসিক টেস্ট আয়োজনটা ভাল মতোই হবে। ’

গত বছর জুনেই আফগানিস্তান ও আয়ারল্যান্ড টেস্ট খেলার যোগ্যতা অর্জন করে। সেই সময়ই সম্পূর্ণ সদস্যপদ দেওয়া হয় দুই ক্রিকেট খেলিয়ে দেশকে। যার ফলে ১১ ও ১২তম টেস্ট খেলিয়ে দেশ হিসেবে ক্রিকেট বিশ্বে জায়গা করে নিয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

এর আগে ভারতের গ্রেটার নদিয়ায় আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলেছিল আফগানিস্তান। গত বছর প্রথম কোনো আফগানিস্তান ক্রিকেটার আইপিএলে খেলেছিল। তারা হলেন, মোহাম্মদ নবী ও রশিদ খান। এ বছর আইপিএল নিলামের জন্য দেশটির ১৩জন ক্রিকেটারকে নথিভুক্ত করানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।