ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিএলের দু’টি ম্যাচই ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
বিসিএলের দু’টি ম্যাচই ড্র ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে জয় পায়নি কোনো দলই। বিকেএসপিতে সাউথ জোন-সেন্ট্রাল জোন ও সিলেটে নর্থ জোন-ইস্ট জোন দু’টি ম্যাচই ড্রয়ে নিষ্পত্তি হয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে তৃতীয় রাউন্ড। মধ্যাঞ্চল টিমকে পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল দলকে মোকাবিলা করবে দক্ষিণাঞ্চল।

প্রথম ইনিংসে নুরুল হাসান সোহানের সাউথ জোনের ৪৪৮ রানের জবাবে ৫০৫ রান করে মোশাররফ হোসেন রুবেলের সেন্ট্রাল জোন। নিজেদের দ্বিতীয় ইনিংসে সাউথ জোন তিন উইকেটে ১২০ রান করার পর ড্র মেনে নেয় দু’দল।

এ ম্যাচেই দক্ষিণাঞ্চলের হয়ে খেলা তুষার ইমরান প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। ফার্স্টক্লাস ক্রিকেটে ৫০০ উইকেটের অনন্য রেকর্ড গড়েন তুষারের টিমমেট অভিজ্ঞ স্পিনার অাব্দুর রাজ্জাক।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের লো-স্কোরিং ম্যাচে ভালোই উত্তেজনা ছিল। ড্র হওয়ার আগে ২৬১ রানের টার্গেটে নামা ইস্ট জোনের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২০২। জহুরুল ইসলামের নর্থ জোন দুই ইনিংসে যথাক্রমে ১৮৭ ও ২৮৪ রানে অলআউট হয়। মুমিনুল হকের দল প্রথম ইনিংসে ২১১ রানে গুটিয়ে যায়।

চারটি জোন নিয়ে বিসিএলের ষষ্ঠ আসরের প্রথম রাউন্ডে দু’বারের শিরোপা জয়ী সেন্ট্রাল জোনকে ৯ উইকেটে হারিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নর্থ জোন। পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যকার চারদিনের ম্যাচটি ড্রয়ে নিষ্পত্তি হয়। দু’বারের শিরোপাধারী সাউথ জোন। এখনো ট্রফির দেখা পায়নি ইস্ট জোন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।