ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোয়ার্টারে ভারতকে পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
কোয়ার্টারে ভারতকে পেল বাংলাদেশ ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো বাংলাদেশ যুবাদের। শনিবার (২০ জানুয়ারি) কানাডার বিপক্ষে ইংল্যান্ডের দাপুটে জয়ে ‘সি’ গ্রুপ থেকে প্রত্যাশিতভাবেই শেষ চারে ইংলিশদের সঙ্গী টাইগাররা।

নিউজিল্যান্ডের মাটিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে সাইফ হাসানের দল।

ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাবে অস্ট্রেলিয়া।

আগামী শুক্রবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। কুইন্সটাউনে খেলা শুরু বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টায়।

কুইন্সটাউনে কানাডাকে ২৮২ রানের বড় ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। ৩৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০১-এ গুটিয়ে যায় তাদের ইনিংস। টানা তিন ম্যাচেই জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে পা রাখলো ইংলিশ শিবির। দুই জয়ে বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। কানাডার অর্জন ২। এক ম্যাচেও জেতেনি নামিবিয়া। দু’দলের সামনে প্লেট পর্বের কোয়ার্টার ফাইনাল চ্যালেঞ্জ।

টুর্নামেন্টে ১৬ দলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চারটি গ্রুপ থেকে শীর্ষ দু’টি করে টিম প্রতিদ্বন্দ্বিতা করবে মূল আকর্ষণ সুপার লিগ কোয়ার্টার ফাইনালে। বাকিরা নেমে যাবে প্লেট লিগ বা প্লেট পর্বে।

প্রসঙ্গত, বাংলাদেশে অনুষ্ঠিত যুব বিশ্বকাপের গত আসরের (২০১৬) রানার্সআপ ভারত। চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেমিতে ক্যারিবীয়দের কাছে বিদায় নিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে তৃতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল স্বাগতিকদের। এবার ভারত বধ করতে পারলেই টানা দ্বিতীয়বার সেমিতে ওঠার গৌরব অর্জন করবে লাল-সবুজের জার্সিধারীরা।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।