ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিদাহাস ট্রফিতে ৮ মার্চ বাংলাদেশের প্রথম ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
নিদাহাস ট্রফিতে ৮ মার্চ বাংলাদেশের প্রথম ম্যাচ নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কা ও বাংলাদেশ ছাড়া অন্য প্রতিপক্ষ ভারত-ছবি:সংগৃহীত

শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে দেশটি। ‘নিদাহাস ট্রফি’ নামে সিরিজে অন্য দুটি দল বাংলাদেশ ও ভারত। ইতোমধ্যে তিন জাতির টি-টোয়েন্টি ফরম্যাটের এই সিরিজের সময়সূচী প্রকাশ করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

আগামী ৬ মার্চ স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে নিদাহাস ট্রফি। আর ৮ মার্চ বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে।

সিরিজে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। শীর্ষ দুই পয়েন্ট অর্জনকারী দল ফাইনালে খেলবে।

১৯৯৮ সালে লঙ্কানদের স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল নিদাহাস ট্রফি। শিরোপা জিতেছিল ভারত। সেবার আসরটি ওয়ানডে ফরম্যাটে হলেও এবার টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিদাহাস ট্রফি ২০১৮ আসরের সূচি-

তারিখ           দল
৬ মার্চ          ২০১৮ শ্রীলঙ্কা বনাম ভারত
৮ মার্চ          ২০১৮ বাংলাদেশ বনাম ভারত
১০ মার্চ        ২০১৮ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১২ মার্চ        ২০১৮ শ্রীলঙ্কা বনাম ভারত
১৪ মার্চ        ২০১৮ বাংলাদেশ বনাম ভারত
১৬ মার্চ        ২০১৮ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৮ মার্চ        ২০১৮ ফাইনাল

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৮
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।