ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংলিশ দলে বড় ভাইয়ের পর ছোট কুরান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
ইংলিশ দলে বড় ভাইয়ের পর ছোট কুরান স্যাম ও টম-ছবি:সংগৃহীত

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন স্যাম কুরান। ফলে বড় ভাই টম কুরানের পর জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকলেন এই পেসার। এর আগে ছয় মাস হলো বড় কুরানের ইংলিশ দলে অভিষেক হয়।

আগামী ৩ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর নিউজিল্যান্ডকে নিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। তবে এই সিরিজে আইপিএল প্রস্তুতির জন্য জো রুট নিজেকে সরিয়ে নিয়েছেন।

ফলে কপাল খুলে যায় স্যাম কুরানের।  

অন্যদিকে এই সিরিজ দিয়েই দীর্ঘ বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা থাকলেও, ব্রিস্টল ঘটনার মামলার কারণে শুরুতেই অলরাউন্ডার বেন স্টোকসকে পাচ্ছে না ইংল্যান্ড।

২২ বছর বয়সী টমও ছোট ভাইয়ের মতো পেসার। তবে তিনি ডানহাতি আর ১৯ বছর বয়সী ছোট ভাই। স্যাম বাঁহাতি।

এদিকে দু’জন অবশ্য এর আগেও এক দলে খেলেছেন। নিজেদের স্থানীয় কাউন্টি ক্রিকেটে সারেতে খেলেন তারা।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।