ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ দিন তাসামুল-মারুফের অপরাজিত সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
শেষ দিন তাসামুল-মারুফের অপরাজিত সেঞ্চুরি ছবি:সংগৃহীত

খুলনায় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। তবে খেলার শেষ দিন পূর্বাঞ্চলের দুই ওপেনার তাসামুল হক ও মেহেদি মারুফকেই শিরোনাম করতে হলো। কেননা দু’জনের অপরাজিত সেঞ্চুরিতে বিনা উইকেটে ২২৬ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস শেষ করেছে দলটি।

সংক্ষিপ্ত স্কোর:
পূর্বাঞ্চল-৭৩৫/৬ ডিক্লে ও ২২৬/০
মধ্যাঞ্চল-৪২৮

মধ্যাঞ্চলের বোলারদের হতাশায় ডুবিয়ে তাসামুল ১৬০ বলে ১২টি চারের সাহায্যে ১০৮ রান করেন। অন্যদিকে মারুফ ১৫৩ বলে ১০টি চার ও দুটি ছক্কায় ১১১ করে মাঠ ছাড়েন।

এর আগে ৩৫৬ রানে সাত উইকেট হারানো মধ্যঞ্চল চতুর্থ দিন ফের ব্যাটিংয়ে নামে। ২০ রানে অপরাজিত থাকা তানভির হায়দা হাফসেঞ্চুরি (৫৬) তুলে নেন। কিন্তু ৪২৮ রানে তাদের ইনিংস শেষ হলে ‍আলো কেড়ে নেন পূর্বাঞ্চলের স্পিনার সোহাগ গাজী। প্রতিপক্ষের সাতটি উইকেট তিনি নিজের দখলে নেন।

ম্যাচ সেরা হন পূর্বাঞ্চলের হয়ে প্রথম ইনিংসে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ডাবল সেঞ্চুরি তুলে নেওয়া জাকির হাসান।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।