ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলে যাচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত খেলা নিজেদের তিন ম্যাচেই দাপট দেখিয়েছে টাইগাররা। যদিও প্রথম দুই ম্যাচ জিতেই বোনাসসহ ফাইনাল আগেই নিশ্চিত করেছিল। লিগ পদ্ধতির শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ও টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে টেবিলের দুই নাম্বারে থাকা শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে টাইগাররা।

এ ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে।

জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচে খেলা স্পিনার সানজামুল ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন পেসার আবুল হাসান। ক্যারিয়ারে এখন পর্যন্ত ছয়টি ওয়ানডে খেলা আবুল হাসান প্রায় তিন বছর পরে মূল একাদশে নাম লেখালেন।

এদিকে লঙ্কান দলে দুটি পরিবর্তন হয়েছে। চোট পাওয়া কুশাল পেরেরার জায়গা এসেছেন দানুসকা গুনাথিলাকা ও নুয়ান প্রদিপের পরিবর্তে জায়গা পেয়েছেন দুশমান্থা চামিরা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আবুল হাসান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

শ্রীলঙ্কা একাদশ: উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), আসেলা গুনারত্নে, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাকসান সান্দাকান, আকিল ধনাঞ্জয়া, দুশমান্থা চামিরা।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।