ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবশেষে পাকিস্তানের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
অবশেষে পাকিস্তানের জয় ছবি:সংগৃহীত

উড়তে থাকা পাকিস্তান নিউজিল্যান্ডে এসে যেন মাটিতে থুবড়ে পড়লো। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের পর প্রথম টি-টোয়েন্টিতেও হার। অবশেষে জয়ের দেখা পেল সরফরাজ বাহিনী। দ্বিতীয় টি-২০তে ৪৮ রানের বড় ব্যবধানে জিতে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতায় ফিরলো দলটি।

প্রথমে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ২০ ওভার শেষে চার উইকেট হারিয়ে ২০১ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। জবাবে ১৮.৩ ওভারে ১৫৩ রানে শেষ হয় কিউইদের ইনিংস।

২০২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নিউজিল্যান্ড। জ্বলে ওঠা পাকিস্তান বোলারদের সামনে এক কথায় কেউই দাঁড়াতে পারেনি। সর্বোচ্চ ৩৭ রান করেন মিচেল স্যান্টনার।

সফরকারী বোলারদের মধ্যে দুর্দান্ত বল করে তিন উইকেট তুলে নেন ফাহিম আশরাফ। দুটি করে উইকেট পান মোহাম্মদ আমির ও শাদাব খান।

টসে জিতে এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের প্রথম চার ব্যাটসম্যানই রানের ফোয়ারা ছড়ান। ওপেনার ফখর জামান ২৮ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৫০ করেন। ২৯ বলে পাঁচটি চার ও এক ছক্কায় ৫০ করে অপরাজিত থাকেন বাবর আজম।

ছয়টি চার ও এক ছক্কায় ৪৪ রান আসে আরেক ওপেনার আহমেদ শেহজাদের ব্যাট থেকে। আর ২৪ বলে দুটি চার ও তিন ছক্কায় ৪১ করেন অধিনায়ক সরফরাজ আহমেদ।

আগামী ২৮ জানুয়ারি মাউন্ট মাউনঙ্গানুইতে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।