ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টির শীর্ষে সাকিব-বাবর-স্যান্টনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
টি-টোয়েন্টির শীর্ষে সাকিব-বাবর-স্যান্টনার সাকিব আল হাসান, বাবর আজম ও মিচেল স্যান্টনার

নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (২-১) জিতে র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরেছে পাকিস্তান। সদ্য সমাপ্ত সিরিজটিতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন সফরকারী ব্যাটিং জিনিয়াস বাবর আজম ও বাঁহাতি কিউই স্পিনার মিচেল স্যান্টনার। যথাক্রমে ব্যাটসম্যান ও বোলারদের নাম্বার ওয়ান পজিশনে উঠে এসেছেন দু’জন।

সেরা অলরাউন্ডারের তকমাটা সাকিব আল হাসানের দখলেই। বোলিংয়ে দশম পজিশনে বিশ্বসেরা অলরাউন্ডার।

ব্যাটিংয়ে ২৯তম।  টি-টোয়েন্টির শীর্ষে ফিরলো পাকিস্তান

সর্বোচ্চ রানস্কোরার (১০৯) বাবর ১১ ধাপ টপকে ক্যারিয়ারে প্রথমবারের মতো টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যানের আসনে বসলেন। অস্ট্রেলিয়ান অ্যারন ফিঞ্চের (৭৮৪ পয়েন্ট) চেয়ে ২ পয়েন্ট এগিয়ে তিনি। ৭৭৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

শীর্ষে থেকে সিরিজ শুরু করা ব্ল্যাক ক্যাপসদের কলিন মুনরো চার নম্বরে নেমে গেছেন। দুই ম্যাচে তার ব্যাট থেকে আসে ৫০। বাবর দ্বিতীয় পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে টি-২০ র‌্যাংকিংয়ের টপ পজিশনে নাম লেখালেন। ২০০৯ সালে এমন মর্যাদা পেয়েছিলেন মিসবাহ উল হক।

স্বদেশী ইশ শোধিকে পেছনে ফেলে টপ-র‌্যাংক টি-টোয়েন্টি বোলার হয়েছেন চারটি উইকেট নেওয়া স্যান্টনার। দ্বিতীয় স্থানধারী আফগানিস্তান আইকন রশিদ খানের (৭১৭) চেয়ে মাত্র ১ পয়েন্ট এগিয়ে আছেন। ‍দুই ধাপ অবনমনে তিনে শোধি। সিরিজে দুই উইকেট নিয়ে এখন স্যান্টনারের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে তিনি।

ড্যানিয়েল ভেট্টোরি, শেন বন্ড ও শোধির পর নিউজিল্যান্ডের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টি নাম্বার ওয়ান বোলার এখন স্যান্টনার। পাঁচ উইকেট নিয়ে সিরিজের সবচেয়ে সফল বোলার পাকিস্তান লেগস্পিনার শাদাব খান রকেট গতিতে ২৮ ধাপ উন্নতিতে ১৪তম অবস্থানে। তিন উইকেটশিকারি পেসার মোহাম্মদ আমির ১৯ ধাপ এগিয়ে ২৭তম পজিশনে।

অলরাউন্ডার লিস্টে কোনো পরিবর্তন নেই। যথারীতি শীর্ষস্থান সাকিবের দখলে। ব্যাটিং-বোলিংয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সাকিবের কাছাকাছি কেউ নেই। বাংলাদেশ সুপারস্টারের রেটিং পয়েন্ট ৩৫৪। দ্বিতীয় স্থানে থাকা অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলের পুঁজি ৩৩০। ২৭৫ পয়েন্টে তিনে আফগানিস্তানের মোহাম্মদ নবী।

শীর্ষ ১০ ব্যাটসম্যান: বাবর আজম, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, কলিন মুনরো, এভিন লুইস, লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স হেলস, হাশিম আমলা, জো রুট।

টপ টেন বোলার: মিচেল স্যান্টনার, রশিদ খান, ইশ শোধি, জাসপ্রিত বুমরাহ, স্যামুয়েল বদ্রি, ইমরান তাহির, ইমাদ ওয়াসিম, মোস্তাফিজুর রহমান, জেমস ফকনার, সাকিব আল হাসান।

সেরা পাঁচ অলরাউন্ডার: সাকিব অাল হাসান, গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ নবী, মারলন স্যামুয়েলস, জেপি ডুমিনি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ২৯ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।