ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবারও স্কুল ছাত্রদের জন্য টেস্ট দেখার সুযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এবারও স্কুল ছাত্রদের জন্য টেস্ট দেখার সুযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঘরের মাঠে টেস্ট সিরিজ আয়োজিত হলে বরাবরই স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য তা ফ্রি দেখার ব্যবস্থা রাখা হয়। ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রামে অনুষ্ঠেয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টেও তা অটুট থাকছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

আগের সিরিজগুলোর ধারাবাহিকতায় এবারও মাঠে বসে টেস্ট ম্যাচ দেখতে হলে ছাত্রদের স্কুলের নির্ধারিত ইউনিফর্ম পড়ে এবং সাথে পরিচয়পত্র নিয়ে আসতে হবে।

সোমবার (২৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে সুজন বলেন, ‘স্কুলের বাচ্চাদের জন্য বরাবরের মতো সঠিক পরিচয় নিশ্চিত করে তাদের জন্য খেলা দেখার ব্যবস্থা রাখা হবে।

এখন যেহেতু স্কুল খোলা আছে সেহেতু চেষ্টা করবো তাদের জন্যও প্রবিশনটা রাখার। ’

আগামী বুধবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় প্রথম টেস্ট শুরু হবে। ৫ ফেব্রুয়ারি দু’দলই ঢাকায় ফিরবে। ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুশীলন শেষে ৮ ফেব্রুয়ারি থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।