ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিক-মুমিনুলের রেকর্ড জুটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
মুশফিক-মুমিনুলের রেকর্ড জুটি ছবি: সোহেল সরওয়ার - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে বড় সংগ্রহের পথ দেখাচ্ছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। দু’জনের ব্যাটে ভর করে চালকের আসনে স্বাগতিক শিবির। জুটিতে রেকর্ডও গড়ে ফেলেছেন মুশফিক-মুমিনুল।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে তৃতীয় উইকেট পার্টনারশিপে সর্বোচ্চ রানের মালিক এখন মুশফিক ও মুমিনুল।  সেঞ্চুরি বঞ্চিত মুশফিকের (৯২) বিদায়ে দু’জনের জুটি থামে ২৩৬ রানে।

দলীয় ৩৫৬ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিক শিবির।

তৃতীয় উইকেট জুটিতে আগের সর্বোচ্চ রানের কীর্তিতেও মুমিনুল। ২০১৩ সালের অক্টোবরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫৭ রানের জুটির পার্টনার ছিলেন তামিম ইকবাল।

রানের হিসেবে নাম্বার ওয়ান পজিশনে শোভা পাচ্ছে মুশফিকের নাম। গত বছরের জানুয়ারিতে ওয়েলিংটনে কিউইদের বিপক্ষে পঞ্চম উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে রেকর্ড ৩৫৯ রানের অবিস্মরণীয় জুটি গড়েছিলেন ‘মি. ডিপেন্ডেবল’।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।