ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুমিনুলের ডাবলের হাতছানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
মুমিনুলের ডাবলের হাতছানি ছবি: সোহেল সরওয়ার - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রথম টেস্ট সেঞ্চুরিটাই দ্বিশতকে রূপ দেওয়ার খুব কাছাকাছি গিয়েছিলেন। এবার সেই আক্ষেপ মেটানোর হাতছানি মুমিনুল হকের সামনে। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই ক্যারিয়ার সেরা ১৮১ রানের ইনিংস তাড়া করে ডাবল সেঞ্চুরির পথে বাংলাদেশ ক্রিকেটের ‘লিটল মাস্টার’।

২০৩ বলে ১৭৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মুমিনুল। দ্বিতীয় দিনে আর মাত্র ৬ রান করলেই ছাড়িয়ে যাবেন নিজেকে।

শক্ত অবস্থানে থেকে দিন শেষ করেছে টস জিতে ব্যাটিংয়ে নামা স্বাগতিক শিবির। প্রথম ইনিংসে দলীয় স্কোর দাঁড়িয়েছে ৪ উইকেটে ৩৭৪।

তিন বছরের বেশি সময় পর সেঞ্চুরি উদযাপন করেছেন ২৬ বছর বয়সী মুমিনুল। এটি তার পঞ্চম আন্তর্জাতিক শতক। সবকটিই টেস্টে। চারটিই প্রিয় ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সীমিত ওভারে এখনো তিন অঙ্কের দেখা পাননি এই ব্যাটিং জিনিয়াস।  চট্টগ্রামে মুমিনুলের চার সেঞ্চুরি

১৮১ রানের ইনিংসটি খেলেছিলেন চট্টগ্রামে ২০১৩ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে। পরের তিন সেঞ্চুরিতে আউট হননি। অপরাজিত ইনিংসগুলো যথাক্রমে ১২৬, ১০০, ১৩১।

মুমিনুলময় দিন বললেও ভুল হবে না। বাংলাদেশের হয়ে দ্রুততম ২ হাজার রানের রেকর্ড গড়েছেন। ছাড়িয়ে গেছেন তামিম ইকবালকে। ২৬তম টেস্টের ৪৭ নম্বর ইনিংসে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন। ওপেনার তামিমের এই কীর্তিতে পৌঁছাতে ব্যাট করতে হয়েছে ৫৩টি ইনিংস।  তামিমকে টপকে নতুন উচ্চতায় মুমিনুল

সেঞ্চুরি বঞ্চিত মুশফিকুর রহিমের (৯২) সঙ্গে তৃতীয় উইকেটে রেকর্ড পার্টনারশিপেরও জন্ম দিয়েছেন মুমিনুল। দু’জনের জুটিতে আসে ২৩৬।  মুশফিক-মুমিনুলের রেকর্ড জুটি

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।