ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলি কীর্তিতে বৃথাই গেছে ডু প্লেসির সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
কোহলি কীর্তিতে বৃথাই গেছে ডু প্লেসির সেঞ্চুরি ছবি: সংগৃহীত

টেস্ট সিরিজ (২-১) হারের পর সীমিত ওভারে দাপুটে শুরু পেল ভারত। ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে সফরকারীরা। বিরাট কোহলির রেকর্ডের সামনে বৃথাই গেছে ফাফ ডু প্লেসির লড়াকু সেঞ্চুরি।

প্রোটিয়াদের ছুঁড়ে দেওয়া ২৭০ রানের লক্ষ্যটা ২৭ বল হাতে রেখে অনায়াসেই টপকে যায় টিম ইন্ডিয়া। দ. আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওডিআই সেঞ্চুরির (১২তম ম্যাচে) দেখা পেয়েছেন কোহলি।

আইসিসির পুরনো পূর্ণ ১০ সদস্য দেশের মধ্যে কেবল পাকিস্তান বাকি। এখনো চিরপ্রতিদ্বন্দ্বী দেশটিতে খেলার সুযোগ হয়নি।

ছবি: সংগৃহীতকোহলির ব্যাট থেকে আসে ১১২। ৭৯ রান করে আউট হন অজিঙ্কা রাহানে। দলীয় ৬৭ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে দু’জন মিলে স্কোরবোর্ডে ১৮৯ রান তোলেন। রোহিত শর্মা ২০ ও শিখর ধাওয়ান ৩৫ রানে (রানআউট) আউট হন। হার্দিক পাণ্ডে ৩ ও মহেন্দ্র সিং ধোনি ৪ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২৬৯ রানের সংগ্রহ দাঁড় করায় প্রোটিয়ারা। ইনজুরির কারণে এবি ডি ভিলিয়ার্সের অনুপস্থিতিতে অধিনায়ক ডু প্লেসি ছাড়া আর কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সেঞ্চুরি হাঁকিয়ে ১২০ রানে থামেন তিনি। ওপেনার কুইন্টন ডি কক ৩৪, হাশিম আমলা ১৬, ক্রিস মরিস ৩৭ রানে বিদায় নেন। ২৭ রানে অপরাজিত থেকে যান পেসার আন্দাইল ফেলুকভায়ো।

ছবি: সংগৃহীতসেঞ্চুরিয়ানে আগামী রোববার (৪ ফেব্রুয়ারি) দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।