ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমকে হটিয়ে কি রেকর্ড গড়লেন মুমিনুল?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
তামিমকে হটিয়ে কি রেকর্ড গড়লেন মুমিনুল? মুমিনুল হক-ছবি: সোহেল সরওয়ার - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন মুমিনুল হক। প্রথম ইনিংসে বীরোচিত সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ইতোমধ্যে তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। এরই মধ্যে তামিম ইকবালকে হটিয়ে দারুণ একটি রেকর্ডের মালিকও বনে গেলেন বাঁহাতি লিটল মাস্টার।

এতদিন পর্যন্ত বাংলাদেশের হয়ে এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ ২৩১ রান নিয়ে সবার ওপরে ছিলেন ওপেনার তামিম ইকবাল। তবে বাংলাদেশের ব্র্যাডম্যান খ্যাত মুমিনুল প্রিয় মাঠ চট্টগ্রামে সেটা ভেঙে দিলেন।

আরও পড়ুন...প্রথম বাংলাদেশি হিসেবে মুমিনুলের জোড়া সেঞ্চুরি

প্রথম ইনিংসে মুমিনুল ১৭৬ রান করেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে ৫৬ রান করেই এই রেকর্ডের মালিক হন। মুমিনুল শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করে বিদায় নেন।

এর আগে ২০১৫ সালে খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ২৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ২০৬ রানের দানবীয় এক ইনিংস খেলেন তামিম। সে ম্যাচটি ড্র হলে ম্যাচ সেরাও হন তামিম।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।