ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোহামেডানে খেলতে ঢাকায় সালমান বাট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
মোহামেডানে খেলতে ঢাকায় সালমান বাট ছবি:সংগৃহীত

বাংলাদেশের ঘরোয়া ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগে এবারে দেখা যাবে পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটকে। ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার ব্যাপারে তাকে অনাপত্তিপত্র দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

জানা যায় প্রিমিয়ার লিগে খেলতে ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন স্পট ফিক্সিংয়ের কারণে জাতীয় দলের ক্যারিয়ার প্রায় শেষ হতে যাওয়া বাট। এবারের আসরটি ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২০ মার্চ পর্যন্ত।

আর পুরো মৌসুমেই খেলার কথা রয়েছে বাঁহাতি বাটের।

এদিকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলার ব্যাপারে বেশ আগ্রহী মন্তব্য করেছেন বাট। যেখানে তিনি অধিনায়ক হিসেবে পাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

বাট এর আগে ২০১০ সালে লর্ডসে স্পট ফিক্সিংয়ের কারণে ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। এছাড়া জেল খেটেছিলেন ৩০ মাস। তবে জাতীয় দলে খেলার ব্যাপারে এখনও আশা ছাড়েননি তিনি। তাইতো খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।