ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনন্য সুযোগ হাতছাড়া করবে না বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
অনন্য সুযোগ হাতছাড়া করবে না বাংলাদেশ ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাদা পোশাকে সিরিজ জয়ের শেষ হাসি বাংলাদেশ হেসেছিল আজ থেকে প্রায় চার বছর আগে। ২০১৪ সালে ঘরের মাটিতে সফরকারী জিম্বাবুয়েকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল মুশফিকুর রহিম ও তার দল। এরপর থেকে সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজ অব্দি একটি সিরিজেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি টাইগাররা।

দীর্ঘদিন পর সেই সুযোগ আবার এসেছে লাল-সবুজ শিবিরে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ড্রয়ের পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় দ্বিতীয় ও শেষ টেস্ট (৮ ফেব্রুয়ারি শুরু) নিজেদের করে নিতে পারলেই সিরিজ জয়ের উল্লাসে মাতবে টিম বাংলাদেশ।

তাই অনন্য এই সুযোগটি হাতছাড়া করতে চান না ইনজুরি আক্রান্ত সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ‘অবশ্যই। প্রথম ম্যাচে আমরা যে পজিশনে ছিলাম অনেকটা কঠিন পরিস্থিতি থেকে ড্র বের করে নিয়েছি। এবং এটা আমাদের জন্য দারুণ একটা সুযোগ। সব প্লেয়াররাই ইতিবাচক চিন্তা করছে। ইতিবাচক চিন্তাগুলোই মাঠে কাজে লাগাতে পারলে ফলটা ভালো আসবে। ’

বুধবার (৭ ফেব্রুয়ারি) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এভাবেই নিজের অভিমত তুলে ধরেন মাহমুদউল্লাহ। লঙ্কানদের বিপক্ষে সিরিজটি জিততে পারলে তো বটেই ড্র হলেও দারুণ একটি ব্যাপার ঘটে যাবে। টেস্ট র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো আটে ‍উঠে যাবে টাইগাররা।

তবে র‌্যাংকিংয়ের বিষয়টি নিয়ে মোটেও তেমন কিছুই ভাবছেন না মাহমুদউল্লাহ, ‘অবশ্যই সুযোগ। আর একটা ম্যাচ জিততে পারলে বাংলাদেশের জন্য জেতা হলো। র‌্যাংকিং নিয়ে অতটা ভাবছি না। জিতলে অবশ্যই এটা ফেভার করবে। ’

আর সেই জয় কিংবা ড্র’র লক্ষে চট্টগ্রামের মতোই খেলার পরিকল্পনা স্বাগতিক শিবিরে। সেই ইতিবাচক ও আগ্রাসী ক্রিকেট খেলা, ‘একইভাবে খেলবো, পজেটিভ ইনটেন্ড থাকবে। চট্টগ্রামেও ব্যাটসম্যানরা বেশ ইতিবাচক ছিল, অ্যাগ্রেসিভ ছিল। একই মনোভাব থাকবে। ’

রিয়াদের এমন মনোভাবকে আরও ইতিবাচক করে শের-ই-বাংলার স্পিন সহায়ক উইকেট। যেখানে ঘায়েল হয়েছিল বিশ্ব ক্রিকেটের দুই শক্তিশালী দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, ‘পিচের কথা যদি বলি, দেখে মনে হয়েছে শুষ্ক পিচ। আমার মনে হয় এই উইকেটে রেজাল্ট আশা করতে পারি। এবং স্পিনারদের জন্য সহায়ক হবে। ’

স্পিন উইকেট হলে শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে কোন অংশেই পিছিয়ে থাকবে না, লঙ্কান দলপতি দিনেশ চান্দিমাল সেই হুমকি কিন্তু দিয়ে রেখেছেন। এবার দেখার পালা মিরপুরে রহস্যঘেরা এই উইকেটে শেষ পর্যন্ত কারা কত বেশি ঘূর্ণি সৃষ্টি করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিতে পারেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ৭ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।