ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শুভ-সালমানের ব্যাটে মোহামেডানের প্রথম জয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
শুভ-সালমানের ব্যাটে মোহামেডানের প্রথম জয় ছবি: সংগৃহীত

দুই টপ অর্ডার ব্যাটসম্যান সালমান বাট ও শামসুর রহমান শুভর অনবদ্য ব্যাটিংয়ে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের চলতি মৌসুমের প্রথম জয় পেয়েছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দেয়া ২৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুভর ১২৪ বলে অপরাজিত ১২৩ ও সালমান বাটের ৮১ রানে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে মোহামেডান।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেএসপিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল শেখ জামাল। সৈকত আলি ও হাসানুজ্জামান উদ্বোধনী জুটিতে দলকে এনে দেন ৬৪ রান।

মারকুটে হাসানুজ্জামান ৫ চারে ৩৩ রানে করে ফেরেন কাজি অনিকের বলে। ৫ চার ও ২ ছক্কায় সৈকত ৫৩ বলে করেন ৫০।

তবে শুরুটা ভালো হলেও আশানুরুপ খেলা উপহার দিতে পারেনি মিডল অর্ডার। চারে নামা ভারতীয় দিগ্বিজয় রাঙ্গি ১৪ ও পাঁচে নামা ইলিয়াস সানি ফিরেছেন ৩ রানে। আর তিনে নামা রাকিন আহমেদ ৯১ বলে ৬৪ রান করে নিজের ইনিংসের ইতি টানেন।

৪০ ওভার শেষে ২০৫ রানে ৫ উইকেট হারানো শেখ জামালকে তিনশ’র কাছে নিয়ে যান এবারের লিগে উড়ন্ত ফর্মে থাকা নুরুল হাসান সোহান। ৫৯ বলে তার ৭৭ রানে ৯ উইকেটে ২৮৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

মোহামেডানের হয়ে বল হাতে তাইজুল ইসলাম, শুভাশীষ রায় ২টি করে এবং কাজী অনিক, এবাদত হোসেন ও এনামুল হক নিয়েছেন ১টি করে উইকেট।  

জবাবে জয়ের জন্য ২৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি মোহামেডান। ওপেনিংয়ে জনি তালুকদার ১৮ বল খেলেও রারে খাতা না খুলেই বোল্ড হয়েছেন সোহাগ গাজীর বলে।

তবে শুরুর সেই পশ্চাৎপদতা এরপরেই কাটিয়ে উঠে দলটি। দ্বিতীয় উইকেটে সালমান বাটও শুভর ১১৯ রানের জুটি দলকে জয়ের আশা দেখায়।

১২টি চারে সালমান বাট ৭৫ বলে ৮১ রানের ইনিংস খেলে ফিরে যান সালমান বাট। এরপর রনি তালুকদার এসেই ফিরে গেলেও শামসুর আরেকটি জুটি গড়ে তোলেন রকিবুল হাসানকে নিয়ে।

পাঁচে নেমে ৫ চার ও ৩ ছক্কায় ৪৯ বলে ৬৩ করেন রকিবুল। পঞ্চম উইকেটে শামসুরের সঙ্গে তার জুটি ছিল ৯২ বলে ১১২ রানের। আর তাতেই ৫ উইকেটের জয় আসে মোহামেডান শিবিরে।  

শেখ জামালের হয়ে রকিবুল হক ২টি, সোহাগ গাজী, তানবীর হায়দার ও ইলিয়াস সানি নিয়েছেন ১টি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।