ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গ্যালারিতে ‘সাধারণ’ দর্শক মেয়র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
গ্যালারিতে ‘সাধারণ’ দর্শক মেয়র ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্ট ম্যাচ নিয়ে যখন গ্যালারিতে দর্শকদের মধ্যে হতাশা। একের পর এক উইকেট যাচ্ছে। ঠিক তখন দর্শকদের সঙ্গে খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগোতে গ্যালারিতে হাজির সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেটে প্রথমবারের মতো খেলছে বাংলাদেশ। ক্রিকেট স্টেডিয়ামের পুরো গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ।

এই দর্শকদের সঙ্গে নিজেকে সামিল করে গ্যালারিতে বসেই খেলা উপভোগ করলেন সিলেটের নগর পিতা আরিফুর হক চৌধুরী।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় মাঠে প্রবেশ করেন আরিফুল হক চৌধুরী। সাধারণ গ্যালারিতে বসে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ উপভোগ করেন তিনি। মেয়রকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠেন দর্শকরা।

ভিআইপি গ্যালারিতে না ঢুকে প্রথমেই তিনি সাধারণ গ্যালারিতে প্রবেশ করেন মেয়র আরিফ। গ্যালারি থেকে হাত নেড়ে ক্রীড়ামোদী দর্শকদের অভিবাবদন জানান। ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দর্শকরাও করতালির মাধ্যমে গ্যালারিতে তাকে স্বাগত জানান। এরপর মিডিয়া বক্সে এসে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেট আন্তর্জাজাতিক স্টেডিয়ামটি দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন। এখানকার দর্শকরাও খেলার প্রতি খুব আবেগী। সিলেটে খেলা মানেই গ্যালারি দর্শকদের উপচে পড়া ভীড়। সেই ভীড়ে নিজেকে খানিকটা সময় যুক্ত করে আনন্দই পেয়েছি। ’

চা বাগান ঘেরা সিলেটের অনিন্দ সুন্দর এই ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘন্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এনইউ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।