ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিক-নাঈমের রূপগঞ্জের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
মুশফিক-নাঈমের রূপগঞ্জের দাপুটে জয় ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডের ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে ৫৫ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৭৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতে ২১৭-তে গুটিয়ে যায় দোলেশ্বর।

পাঁচ ম্যাচে তৃতীয় জয়ের দেখা পেল নাঈম ইসলামের রূপগঞ্জ। সমান জয়ে দ্বিতীয় ম্যাচ হারলো ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বর।

সর্বোচ্চ ৪১ রান করেন আট নম্বরে নামা শরিফুল্লাহ। ওপেনার ইমতিয়াজ হোসেন ৩৫, ফজলে মাহমুদ ২০, ফরহাদ হোসেন ১৭, অধিনায়ক ফরহাদ রেজা ২৫, জোহেব খান ২৪, মোহাম্মদ আরাফাত ১৬ রানে সাজঘরের পথ ধরেন। ২৮ রানে অপরাজিত থেকে যান আরাফাত সানি।

চারটি উইকেট দখল করেন মোশাররফ হোসেন রুবেল। আরেক স্পিনার আসিফ হাসান নেন তিনটি।

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমএর আগে টসে হেরে ব্যাটিং পেয়ে নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেটে ২৭২ রানের লড়াকু স্কোর গড়ে রূপগঞ্জ। ৭৮ রানের দায়িত্বশীল ইনিংসে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন নাঈম ইসলাম। পরে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৬৫। ওপেনার আব্দুর মজিদ ৫৯, মোহাম্মদ নাঈম ২৭, নাজমুল হোসেন মিলন ২১ রান করেন। আরাফাত সানি তিনটি ও ফরহাদ রেজা দু’টি উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।