ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ালশের লক্ষ্য ফাইনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
ওয়ালশের লক্ষ্য ফাইনাল কোর্টনি ওয়ালশ-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক দেশ ছাড়াও খেলবে বাংলাদেশ ও ভারত। নিদাহাস ট্রফি নামে এই সিরিজটি টাইগারদের জন্য বেশ চ্যালেঞ্জিং। তবে ধারাবাহিকভাবে ভালো খেলে আসরের ফাইনাল খেলার আশা প্রকাশ করেছেন এই সিরিজে হেড কোচের দায়িত্ব পাওয়া কোর্টনি ওয়ালশ।

শনিবার (০৩ মার্চ) দুপুরে শের-ই-বাংলায় সংবাদ সম্মেলনে ওয়ালশ এমনটি জানান।

আরও পড়ুন..নিদাহাস ট্রফি থেকে ছিটকেই গেলেন সাকিব

ওয়ালশ বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে ভালো খেলতে চাই।

আগেভাগে কোনো নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা স্থির করার চেয়ে আমি মনে করি ম্যাচ বাই ম্যাচ ভাবতে হবে। ম্যাচ পিছু লক্ষ্য পরিকল্পনা করে যদি কয়েক ম্যাচ জিতে ফাইনালে যেতে পারি সেটা হবে অনেক বড় প্রাপ্তি। ’

রোববার (০৪ মার্চ) দুপুর ১ টার ফ্লাইটে কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ দল। ৮ মার্চ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। এর আগে ৬ মার্চ উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা মুখোমুখি হবে ভারতের।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।