ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইরিশ-ইংলিশ টেস্টে নেই পাকিস্তানের ইয়াসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
আইরিশ-ইংলিশ টেস্টে নেই পাকিস্তানের ইয়াসির ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের আগে পাকিস্তানকে দুঃসংবাদই শুনতে হলো। টেস্ট ক্রিকেটে দলটির সেরা স্পিন অস্ত্র ইয়াসির শাহ চোটে পড়ে ১০ সপ্তাহের জন্য ছিটকে গেছেন। তিন ম্যাচের টেস্টের জন্য পাকিস্তান এখন তার পরিবর্তে লেগস্পিনার শাদাব খান ও বাঁহাতি স্পিনার কাশিফ ভাট্টিকে বিবেচনা করছে।

৩১ বছর বয়সী ডানহাতি লেগস্পিনার ইয়াসির সদ্যই শেষ হওয়া পিএসএলে তার দল লাহোর কালান্ডার্সের হয়ে পুরো মৌসুমে খেলেন। তবে স্থানীয় একটি প্রীতি ম্যাচে খেলতে গিয়েই হিপে চোট পান তিনি।

এখন পর্যন্ত ২৮টি টেস্ট খেলা ইয়াসির ২৯.৪৪ গড়ে উইকেট পেয়েছেন ১৬৫টি। যেখানে ১০ উইকেট করে দু’বার পেয়েছেন এক ম্যাচে। আর ১৩ বার পেয়েছেন পাঁচ উইকেট।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০৯ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।