ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কক্সবাজার থেকে সরে চট্টগ্রামে বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
কক্সবাজার থেকে সরে চট্টগ্রামে বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

তিনটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ও শ্রীলঙ্কা ‘এ’ দল। সিরিজের প্রথম চারদিনের ম্যাচটি কক্সবাজারে হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা সরে যাচ্ছে চট্টগ্রামে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে শনিবার (২৩ জুন) ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ‘এ’দল।  প্রথম ম্যাচে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পরিবর্তে দুই দলের প্রথম দেখা হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

২৬ জুন থেকে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচটি।  পরের ম্যাচ শুরু হবে ৩ জুলাই।  আবহাওয়া অনুকূলে থাকলে দ্বিতীয় ম্যাচটি হবে কক্সবাজারে।  ১০ জুলাই তৃতীয় ম্যাচটি হবে সিলেটে।

এরপর ১৭, ১৯ এবং ২২ জুলাই তিনটি একদিনের ম্যাচ খেলবে দুই দল।  সবক’টি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

গত বৃহস্পতিবারই (২১ জুন) কক্সবাজার পৌঁছেছেন টাইগার ‘এ দলের সদস্যরা।  তবে ম্যাচের ভেন্যু পরিবর্তন হওয়ায় সাব্বির-সৌম্যরা ফিরে আসেন চট্টগ্রামে।  

বাংলাদেশ ‘এ’ দল: সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, সাইফ উদ্দিন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি ও মোসাদ্দেক হোসেন সৈকত।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।