ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোহিত-কুলদীপ জাদুতে বড় জয় ভারতের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
রোহিত-কুলদীপ জাদুতে বড় জয় ভারতের সেঞ্চুরির পর রোহিত শর্মা-ছবি: সংগৃহীত

রোহিত শর্মার ঝড়ো ব্যাটিং আর কুলদীপ যাদবের দুর্দান্ত স্পিন ঘূর্ণিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিয়েছে ভারত। ইংলিশদের দেওয়া ২৬৯ রানের টার্গেট প্রায় ১০ ওভার বাকি থাকতেই ৮ উইকেটে জিতে যান বিরাট কোহলিরা। ১১৪ বলে ১৩৭ রান করে অপরাজিত থাকেন রোহিত।

নটিংহামের ট্রেন্ট ব্রিজে বৃহস্পতিবার (১২ জুলাই) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের জয়ে বড় ভুমিকাটা রেখেছেন ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা। তার ১৫ চার ও ৪ ছক্কায় অপরাজিত সেঞ্চুরির ইনিংসটিই মূলত ইংলিশদের ম্যাচ থেকে ছিটকে ফেলে।

আরেক ওপেনার শেখর ধাওয়ানের ৪০ রানের ইনিংসও রেখেছে বড় ভূমিকা।

তবে রোহিতের যোগ্য সঙ্গ হয়ে ছিলেন অধিনায়ক বিরাট কোহলি। তিন নম্বরে নেমে ৭৫ রানের ইনিংস খেলেন বিশ্বসেরা এই ব্যাটসম্যান। আরও একটি শতরানের দিকেই এগোচ্ছিলেন তিনি।  তবে ম্যাচ শেষের আগেই আউট হয়ে ফেরেন তিনি। তবে ক্রিজে থাকা রোহিত ওয়ানডে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি তোলে নিয়ে ধিরস্থিরভাবে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে ভারতের লাগে ৪০.১ ওভার। বল হাতে ইংলিশদের হয়ে দুই স্পিনার মঈন আলী ও আদিল রশিদ ১টি করে উইকেট পেয়েছেন।

এদিকে ম্যাচের আসল নায়ক কিন্তু রোহিত নন, বরং বল হাতে স্পিন ঘূর্ণিতে ইংলিশ ব্যাটসম্যানদের কুপোকাত করে দেওয়া কুলদীপ যাদব আসল নায়ক। টসে জিতে অধিনায়ক কোহলির বোলিং করার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন এই স্পিনারই। কারণ, পেস সহায়ক পিচে বোলিং বেছে নেওয়া একটু কঠিন বই কি। পেসারদের বিরুদ্ধে ইংলিশ ব্যাটসম্যানদের শুরুটাও ভালই হয়েছিল। ক্রিজে থিতু হয়ে যাওয়া দুই ইংলিশ ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টোর জুড়ি ভাঙেন স্পিন আক্রমণে আসা কুলদীপ। এই জুটি ভেঙে যাওয়ার পরই হালকা ধ্বস নামে ইংল্যান্ডের ইনিংসে।  

অধিনায়ক মরগান আর রুটের উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ইংল্যান্ডের ইনিংসের হাল ধরেন বেন স্টোকস (৫০) ও জস বাটলার (৫৩)। এই দুজনের উইকেটও ঝুলিতে পুরেন কুলদীপ। শেষের দিকে ১৬ বলে ২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে ইংল্যান্ডকে লড়াই করার মতো পুঁজি এনে দেন আদিল রশিদ। বল হাতে এদিন স্পিন বিষে ইংলিশদের নীল করে ছেড়েছেন কুলদীপ। ১০ ওভার বল করে ৬ উইকেট শিকার করে তাই ম্যাচের নায়ক তথা ম্যাচসেরা হয়েছেন এই স্পিনার।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড ইনিংস: ২৬৮, ৪৯.৫ ওভার (স্টোকস ৫০, বাটলার ৫৩, কুলদীপ ৬/২৫, উমেশ ২/৭০, চাহাল ১/৫১)
ভারত ইনিংস: ২৬৯/২, ৪০.১ ওভার (রোহিত ১৩৭*, ধাওয়ান ৪০, কোহলি ৭৫, মইন ১/৬০, রশিদ ১/৬২)
ফল: ভারত ৮ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ভারত ১-০তে এগিয়ে
ম্যাচসেরা: কুলদীপ যাদব

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।