ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপে তামিমের সঙ্গী কে?

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
এশিয়া কাপে তামিমের সঙ্গী কে? তামিম ইকবাল-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ব্যাটিংয়ে বাংলাদেশ জাতীয় ক্রি‌কেট দলের  উদ্বোধনী জুটির অবস্থা তিন নাম্বার পজিশনের মতোই। এত বেশি পরিবর্তন যে তামিম ইকবালকে সঙ্গ দেয়ার মতো একজন যোগ্য ওপেনার আজও খুঁজে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)! কখনও সেখানে ইমরুল কায়েস, কখনও সৌম্য সরকার, লিটন দাস আবার কখনও এনামুল হক বিজয়।

অবশ্য বিজয় নতুন নন। আগেও তিনি তামিমের সাথে টাইগার দলের হয়ে ওপেন করেছেন এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি ওয়ানডের প্রথম ম্যাচেও করেছেন।

বলতে পারেন ওপেনারের ছড়াছড়ি! তাহলে তো এই প্রশ্নটি প্রাসঙ্গিক যে আসছে এশিয়া কাপে তামিম ইকবালকে সঙ্গ দেবেন কে? ১৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়ার ক্রি‌কেটের শ্রেষ্ঠত্বের লড়াই। মর্যাদার সেই লড়াইকে সামনে রেখে ওপেনিং অর্ডার নিয়ে কতটা ভেবেছে বিসিবি?

নির্বাচক হাবিবুল বাশার সুমনের কথায় মনে হলো সেই মাস্টার প্ল্যান তারা করে রেখেছেন। তবে সেটা শুধুই এশিয়া কাপ নিয়ে নয়, বিশ্বকাপ নিয়েও, ‘ওয়েস্ট ইন্ডিজে আরও দুটি ওয়ানডে ম্যাচ বাকী আছে। আমরা চাই না নতুন কাউকে দেখতে। অবশ্যই চাইব যাদের দলে নেয়া হয়েছে তারাই পারফর্ম করুক। প্রতিবার নতুন কাউকে নিলে এটা তামিমের জন্যও অস্বস্তিকর। '

'এটা একটা পার্টনারশিপের মতো। বড় দল গুলো দেখেন, হেইডেন-ল্যাঙ্গার যেমন ছিলেন, সব দলেই এমন একটা জুটি কাজ করেছে। তাই তামিমের জন্য বিষয়টা কঠিন হয়, প্রতি সফরেই নতুন কারো সাথে ব্যাট করা, নতুন করে মানিয়ে নেয়া। আমি আশা করি এমন হবে না। তাহলে বিশ্বকাপের আগে আমরা স্থায়ী একটা ওপেনিং জুটি ও তিন নম্বর ব্যাটসম্যান পেতে পারব। ' যোগ করেন হাবিবুল বাশার।

কে সেই ওপেনার যিনি দলকে বড় সংগ্রহের ভিত গড়ে নির্বাচকদের আস্থার প্রতিদান দেবেন?

সময় নাকি সবকিছুর মীমাংসা করে। তাই এই সংকটের মীমাংসাও আপাতত সময়ের হাতেই ছেড়ে দেয়া যাক।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ২৫ জুলাই, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।