ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ দীর্ঘ ৬ বছর পর বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজের/ফাইল ফটো

ঢাকা: টাইগারদের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১৫ নভেম্বর বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারী ক্যারিবিয়ানরা। ২০১২ সালের পর বাংলাদেশে এটিই তাদের প্রথম পূর্নাঙ্গ সিরিজ।

সিরিজের সূচি অনুযায়ী, ১৫ নভেম্বর বাংলাদেশে পৌঁছে ১৮ ও ১৯ নভেম্বর চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জেসন হোল্ডার বাহিনী।   

এরপর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২-২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।



দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। টেস্ট সিরিজ শেষে ৯ ও ১১ ডিসেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে। তৃতীয় ওয়ানডে ম্যাচটি ১৪ ডিসেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে।

১৭ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শেষে সিলেট থেকে ঢাকায় ফিরবে দুই দল। মিরপুর শের-ই-বাংলায় ২০ ও ২২ ডিসেম্বর গড়াবে সিরিজের অপর দুই টি-টোয়েন্টি ম্যাচ।

ওয়ানডে ও  টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে দিবা-রা‌ত্রির।  

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।