ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড টেস্ট দলে আদিল রশিদ, বাদ মঈন আলি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
ইংল্যান্ড টেস্ট দলে আদিল রশিদ, বাদ মঈন আলি ইংল্যান্ড টেস্ট দলে আদিল রশিদ, বাদ মঈন আলি

ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের ইংল্যান্ড একাদশে একমাত্র স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন আদিল রশিদ, বাদ পড়েছেন অলরাউন্ডার মঈন আলি। ২০১৬ সালের ডিসেম্বরে চেন্নাইয়ের বিপক্ষে ভারতের বিপক্ষেই সর্বশেষ মাঠে নেমেছিলেন রশিদ। আর এটি নিজ দেশের মাটিতে রশিদের প্রথম টেস্ট সিরিজ।

এর আগে আদিল রশিদকে দলে রাখা নিয়ে একচোট বাদানুবাদে জড়িয়ে পড়েন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। রশিদকে দলে রাখা নিয়ে নির্বাচকদের তুমুল সমালোচনা করেছিলেন ভন।

কারণ হিসেবে তিনি রশিদের শুধু সীমিত ওভারের ক্রিকেট খেলার আগ্রহের কথা তোলেন তিনি। জবাবে ভনকে ‘নির্বোধ’ আখ্যা দিয়ে বিতর্ক উসকে দেন রশিদ।

তবে রশিদ এর আগে কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারের হয়ে লাল বলে না খেলার কথা জানিয়েছিলেন। তারপরও তাকে দলে রেখেছেন জাতীয় দলের নির্বাচকরা।

মূলত সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেটে স্পিনার হিসেবে রশিদের পারফরম্যান্স দেখেই তাকে দলে রাখা হয়েছে। আর ভারতের বিপক্ষে স্পিন আক্রমণে তার কার্যকারিতার সম্ভাব্যতাও বিবেচনা করা হয়েছে। তাছাড়া স্পিনা আক্রমণে ইংলিশদের হাতে খুব একটা বিকল্পও নেই।

ইংলিশ টেস্ট দলে জায়গা হারিয়েছেন অলরাউন্ডার মঈন আলি। মূলত বিগত কয়েক সপ্তাহে প্রচুর পানি ব্যবহার করায় তুলনামূলকভাবে কম শুষ্ক পিচের কথা ভেবেই তাকে বাদ দেওয়া হয়েছে। দলে সুযোগ পেতে পেয়েছেন সারের অলরাউন্ডার স্যাম কুরান।  

বুধবার (০১ আগস্ট) সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বার্মিংহামে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড।

ইংল্যান্ড টেস্ট দল

অ্যালিস্টার কুক, কিটন জেনিংস, জো হার্ট (অধিনায়ক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), বেন স্টোকস, জস বাটলার, আদিল রশিদ, স্যাম কুরান, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।