ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আয়ারল্যান্ডে মুমিনুলদের বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
আয়ারল্যান্ডে মুমিনুলদের বড় জয় আয়ারল্যান্ডে মুমিনুলদের বড় জয়

আয়ারল্যান্ড সফরের শুরুটা বাংলাদেশ ‘এ’ দলের দুর্দান্তই হলো। আইরিশ ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে ৮৭ রানের বড় জয় পেয়েছে মুমিনল হকের নেতৃত্বে দলটি।

উইকলোর ওকা হিল ক্রিকেট ক্লাবে প্রথমে ব্যাট করা বাংলাদেশের ২৮৯ রানের জবাবে ২০২ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।

২৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকে স্বাগতিক ব্যাটসম্যানরা।

সর্বোচ্চ ৪০ বলে ৪৯ করেন ট্রোনে কেন। ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। এছাড়া ২টি করে উইকেট তুলে নেন খালেদ আহমেদ, সানজামুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন।

টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার জাকির হাসানের ৯২ রানের ভর করে বড় স্কোর গড়তে সক্ষম হয় বাংলাদেশ। যেখানে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৯ রান করে সফরকারীরা। নিজের ইনিংস সাজাতে সমান ৯২ বলে ৮টি চার ও ৩টি ছক্কা হাঁকান জাকির। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ বলে ৫৩ করেন ফজলে মাহমুদ।

আইরিশ বোলারদের মধ্যে পিটার চেজ ও কেন ৩টি করে উইকেট তুলে নেন।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, ০৪ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।