ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন হবে: আশরাফুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন হবে: আশরাফুল মোহাম্মদ আশরাফুল/ফাইল ফটো

জাতীয় দলের একসময়ের সেরা ব্যাটসম্যান মোহাম্মদ আশরফুলের জন্য ১৩ আগস্ট বিশেষ দিন। এই দিনেই ক্রিকেট থেকে ৫ বছরের নির্বাসনে যেতে হয়েছিল তাকে। ম্যাচ ফিক্সিং আর স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পাওয়া সেই নিষেধাজ্ঞা থেকে অবশেষে মুক্তি মিলেছে তার। জাতীয় দল আর বিপিএলের জন্য বিবেচিত হতে এখন তার সামনে আর কোন বাধা রইল না। কিন্তু নিষেধাজ্ঞা উঠে গেলেও জাতীয় দলে ফেরা তার জন্য কঠিন হবে। আশরাফুল নিজেও তা স্বীকার করলেন। তবে তার স্বপ্ন আবার লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর।

সোমবার (১৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা থেকে পুরোপুরি মুক্ত হয়েছেন বাংলাদেশের ‘লিটল মাস্টার’ আশরাফুল। গত দুই বছর ঘরোয়া লিগে নিয়মিত খেললেও জাতীয় দল আর বিপিএলে খেলার সুযোগ ছিল না তার।

আজ থেকে সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলেছে তার। এখন তার সামনে নতুন চ্যালেঞ্জ জাতীয় দলের জন্য বিবেচিত হওয়া। কিন্তু তার জন্য ফেরাটা মোটেই সহজ হবে না।

রোববার (১২ আগস্ট) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক বলেছেন, ‘এই মুহূর্তে যদি বলতে হয় তাহলে বলবো, এই মুহূর্তে দলে কোনো জায়গা নেই। আমাদের যেই ফিটনেস লেভেল আছে, এইচপি থেকে শুরু করে ‘এ’ দল ও জাতীয় দলের ফিটনেসের সঙ্গে কিন্তু সে অ্যাটাচড নয়। এই জায়গায় আসতে হলে তাকে কিছু সময় দিতে হবে। এই লেভেলটা যদি থাকে তাহলে চিন্তা করা যাবে। সুতরাং এই মুহূর্তে আমরা চিন্তা ভাবনা করছি না। ’

নান্নুর এই কথার প্রতিধ্বনি শোনা গেল আশরাফুলের কন্ঠেও। বর্তমানে লন্ডনের স্থানীয় ক্রিকেট লিগে খেলছেন তিনি। সেখান থেকেই এক ভিডিও বার্তায় আশরাফুল নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘খুবই ভাল লাগছে আজকের এই দিনটার জন্য। পাঁচ বছর ধরে অপেক্ষা করছিলাম কবে ২০১৮ সালের ১৩ আগস্ট আসবে। আমি আবার জাতীয় দলের জন্য বিবেচিত হওয়ার সুযোগ পাব, বিপিএল খেলতে পারব। ’

‘আব্বা বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। আব্বা চলে গেছেন দুই বছর হয়ে গেছে। আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালভাবে ফিরতে পারি। আমি আমার ভক্তদের জন্য হলেও যেন আবার ফিরে আসতে পারি সেটাই আমার লক্ষ্য। গত পাঁচ বছর কখনই আমার মনে হয়নি যে আমি ফিরতে পারব না। আত্মবিশ্বাস কখনই কম ছিল না। সবসময় মনে হয়েছে যে আমি আবার ফিরব। ’

‘গত ঢাকা প্রিমিয়ার লিগটা ভাল কেটেছে। পাঁচটি সেঞ্চুরি করতে সক্ষম হয়েছিলাম। এবার ফার্স্ট ক্লাস ক্রিকেট শুরু হলে সেখানে ভাল করার চেষ্টা করব। আমার স্বপ্ন আমি আবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামব সেই স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। আর এটা যদি আমি করতে পারি তাহলে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে। গত পাঁচটা বছর খুব কঠিন সময় ছিল। বিশেষ করে প্রথম দিকে। যখন আমি খেলতে পারছিলাম না সেই সময়টা খুব খারাপ কেটেছে। এখন আল্লাহ’র রহমতে ভাল লাগছে যে সব বাধা দূর হয়ে গেছে। ’ 

‘এই সময়ে অনেকে আমার পাশে দাঁড়িয়েছে, আমার পরিবার, ভক্ত থেকে জাতীয় দলের খেলোয়াড়রা সবাই আমাকে সাপোর্ট করেছে। আমি মনে করি সামনের মৌসুমগুলোতে ভাল খেললে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা লাঘব হয়ে যাবে। এই সময়ে ক্রিকেট বোর্ড, বোর্ডের সভাপতি ও অন্যান্য সদস্যরা আমাকে সাপোর্ট করেছেন। তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ’

‘অবশ্যই জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন হবে। তবে আমি মনে করি আমি যদি পারফর্ম করি তাহলে আমার সুযোগ আসবে। ’

২০১৪ সালের জুনে বিপিএলের দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল আশরাফুলের ওপর ৮ বছরের নিষেধাজ্ঞা আরোপ করে। সেইসঙ্গে বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ টাকা জরিমানা করে। ওই বছরের সেপ্টেম্বরে আপিলের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি প্যানেল শাস্তি কমিয়ে পাঁচ বছরে নামিয়ে আনে। তবে ওই দুই বছর তাকে বিসিবি বা আইসিসির দুর্নীতিবিরোধী কার্যক্রমে অংশ নিতে হয়।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।