ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যক্তিজীবনে বিতর্ক: মোসাদ্দেক-সাব্বিরকে বিসিবিতে তলব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
ব্যক্তিজীবনে বিতর্ক: মোসাদ্দেক-সাব্বিরকে বিসিবিতে তলব মোসাদ্দেক হোসেন সৈকত ও সাব্বির রহমানকে শনিবার বিসিবি তলব করেছে-ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান ও নাসির হোসেন শনিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তলব করেছে। নির্দিষ্ট কী কারণে ডাকা হয়েছে তা জানা না গেলেও সাম্প্রতিক সময়ে তাদের ওপরে ওঠা বিতর্কিত অভিযোগের বিষয়গুলো নিয়ে বসা হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে টাইগার ব্যাটিং অলরাউন্ডার সৈকতের বিরুদ্ধে সাবেক স্ত্রীর করা ১০ লাখ টাকা যৌতুক মামলার বিষয়টি সম্পর্কে অবগত হয় বিসিবি। তবে মামলা হওয়ায় সঙ্গে সঙ্গেই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি বাংলাদেশ ক্রি‌কেটের সর্বোচ্চ এই সংস্থাটি।

সৈকতের বিরুদ্ধে যৌতুকের মামলা হলেও বাংলাদেশের এই ক্রিকেটার তা অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, আরও ১০ দিন আগেই তার স্ত্রীকে তালাক দিয়েছেন তিনি। তাই প্রতিশোধপরায়ন হয়ে তার ইমেজ নষ্ট করতেই এমন মামলা করা হয়েছে।

অন্যদিকে নারীঘটিত ব্যাপার এবং দর্শকদের গালিগালাজ ও প্রহার করায় ব্যাপকভাবে সমালোচিত হন সাব্বির। এসব অপরাধে তাকে একাধিকবার আর্থিক জরিমানাও করা হয়েছে। এছাড়া ঘরোয়া ক্রিকেট থেকে ৬ মাসের নিষেধাজ্ঞাও দেয় বিসিবি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।