ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

৬০-৭০ ভাগ ফিট সাকিবকেও দলের বড় শক্তি মানছেন কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
৬০-৭০ ভাগ ফিট সাকিবকেও দলের বড় শক্তি মানছেন কোচ সংবাদ সম্মেলনে স্টিভ রোডস। ছবি: শোয়েব মিথুন

ঢাকা: এশিয়া কাপে থাকবেন কী থাকবেন না তা নিয়েও কম সংশয় ছিলো না। হাতের অস্ত্রোপচার জরুরী। সেটি এশিয়া কাপের আগে না পরে! এমন অনেক প্রশ্নের সামনে দাড়িয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিয়ান্যক সাকিব আল হাসান জানিয়ে দিলেন, তিনি খেলছেন এশিয়া কাপ।

নিঃসন্দেহে এটি আনন্দের খবর হলেও কিছুটা সংশয় থাকে সম্পূর্ণ ফিট সাকিবকে পাওয়া যাবে কিনা! সস্প্রতি একটি সাক্ষাৎকারে সাকিব নিজেই জানিয়েছেন, ২০-৩০ ভাগ ফিট আছেন তিনি। চিন্তার বিষয় হলেও প্রধান কোচ স্টিভ রোডস মনে করেন ৬০-৭০ ভাগ ফিট আছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব।

আর সেই সাকিবও দলের অনেক বড় সম্পদ।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের কনফারেন্স কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন কোচ ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সেখানেই সাকিব সম্পর্কে এ কথা বলেন কোচ।

তিনি বলেন, ‘সাকিব ২০-৩০ ভাগ ফিট, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি সাকিব আরও বেশি ফিট। তবে আমি জানি সে পুরো ১০০% ফিট নয়। আমি মনে করি সে এর থেকে অনেক বেশি ফিট। সে ওয়েস্ট ইন্ডিজের ভিন্ন ভিন্ন জায়গায় দারুণ ক্রিকেট খেলেছে। সবাই জানে তার অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু এশিয়া কাপও বাংলাদেশের জন্য অত্যান্ত জরুরী। ’

‘ সে হয়তো সম্পূর্ণ ফিট নয়। কিন্তু সে যেভাবে ক্যারিবীয়দের সঙ্গে খেলেছে তাতে বলাই যায় সে দলের অনেক বড় সম্পদ। সে একজন দারুণ ক্রিকেটার। আমি বলতেই পারি, ৬০-৭০ ভাগ সুস্থ্য সাকিবের কাছ থেকেও অনেক কিছু পেতে পারে দল। ’

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে প্রথমে পবিত্র হজ পালন ও পরে পরিবারের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। ফলে দলের সঙ্গে যোগ দিতে পারেননি অনুশীলনে। এতে সলে কোনো প্রভাব পরবে কিনা, প্রশ্ন ওঠে। তবে কোচ রোডস মনে করেন, সাকিব টানা খেলার মধ্যেই থাকেন তাই তার জন্য দলের সঙ্গে মিশে যাওয়া সমস্যা নয়।

বলেন, ‘আমার মনে হয় না। পুরো দলের উপর এতে কোনো প্রভাব পড়ে না। আমার নীতি দলের জন্য পরিষ্কার। আমি মনে করি সবার জন্য সবার খেলা উচিৎ। সাকিবকে তার দলের বাকীরা অনেক অনেক সম্মান করে। তারা সাকিবকে বোঝে। পরিবারের জন্য সবারই সময় থাকা উচিৎ, সবাই তা বোঝে। কারণ সাকিব অনেক ক্রিকেট খেলে। সে সব ফরম্যাটে সব পজিশনে খেলে। সে সব সময় খেলার মধ্যে থাকে তাই সে সব সময়ই অনুশীলনের মধ্যে থাকে। সে জানে তার কী করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।