ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মুশফিক-মোস্তাফিজদের কোচের দায়িত্বে ল্যান্স ক্লুজনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
মুশফিক-মোস্তাফিজদের কোচের দায়িত্বে ল্যান্স ক্লুজনার ল্যান্স ক্লুজনার। ছবি: সংগৃহীত

নির্বাচনের কারণে দেশের পরিস্থিতি বিবেচনায় রেখেই চলতি বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সরিয়ে নেওয়া হয় আগামি বছরে। নতুন এই আসরে রাজশাহী কিংসের ভক্তদের জন্য দারুণ এক সংবাদ প্রকাশ করলো কিংস কর্তৃপক্ষ। দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ল্যান্স ক্লুজনারকে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজশাহী কিংসের ভ্যারিফাইড পেজ থেকেই এই সংবাদ নিশ্চিত করা হয়। সেখানেই জানানো হয়, আসন্ন মৌসুম থেকে ক্লুজনারের হাতেই থাকবেন মুশফিকুর রহিম-মেহেদি হাসান মিরাজ-মোস্তাফিজুর রহমানরা।

 

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ক্লুজনার। মূলত বিপিএলের আসন্ন আসরটি ২০১৮ থেকে ২০১৯ সালের জানুয়ারিতে চলে যাওয়াতেই কোচ পরিবর্তন করতে হলো কিংসদের।

কারণ হিসেবে জানা গেছে, ভেট্টোরির সঙ্গে চুক্তিতে নভেম্বরে বাংলাদেশে থাকার কথা বলা ছিল। কিন্তু জানুয়ারিতে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশের দল ব্রিসবেন হিটের দায়িত্বে ব্যস্ত থাকতে হবে ভেট্টোরিকে। যার ফলে বাংলাদেশে রাজশাহীর কোচের দায়িত্ব পালন করা সম্ভব হবে না তার পক্ষে।

এ প্রসঙ্গে কিংসের প্রধান নির্বাহি তাহমিদ হক বলেন, 'ভেট্টোরি কিংসের সঙ্গে চুক্তির সময়ই শর্ত দিয়েছিলেন বিগ ব্যাশের সময় তাকে আমরা ছেড়ে দেবো। কারণ বিগ ব্যাশের সঙ্গে তার দীর্ঘ মেয়াদে চুক্তি। তাই তাকে আমরা ধরে রাখতে পারি না। '

তাই বাধ্য হয়েই বিপিএল শুরুর প্রায় চার মাস আগেই নতুন কোচ খুঁজে নিয়েছে রাজশাহী কিংস।

ক্লুজনারকে নিজেদের নতুন কোচ ঘোষণা দিয়ে কিংসরা ফেসবুক পোস্টে লেখে, ‘দ্য জুলু খ্যাত ল্যান্স ক্লুজনারকে আমাদের নতুন প্রধান কোচ হিসেবে পরিচয় করিয়ে দিতে পেরে গর্ববোধ করছি আমরা। নিজের সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার ক্লুজনার। ব্যাট কিংবা বল, উভয় দিকেই দুর্দান্ত ফিনিশিংয়ের জন্য বিখ্যাত ছিলেন তিনি।

একদা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হওয়ার সম্ভাবনা জেগেছিল তার। এরপর তিনি জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে যোগদান করেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার ‘এ’ দল ও তামিলনাড়ু প্রিমিয়ার লিগে লাইকা কোভাইয়ের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

রাজশাহী কিংসের ডাগআউটে দ্য জুলুর অন্তর্ভুক্তিতে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়রা বাড়তি অনুপ্রেরণা পাবে। ’

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।