ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন কারণে এশিয়া কাপের সেরা বোলার মোস্তাফিজ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
 তিন কারণে এশিয়া কাপের সেরা বোলার মোস্তাফিজ! মোস্তাফিজুর রহমান একাধিক কারণে এশিয়া কাপের সেরা বোলার হয়ে উঠতে পারেন-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এশিয়া কাপকে বলা হয় এশিয়ার ক্রিকেট বিশ্বকাপ। ১৪তম আসরটি মাঠে গড়াতে আর মাত্র ৫ দিন বাকী। দলগুলো তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ করছে। এশিয়ার সকল টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে এই আসরে যোগ দেবে হংকং।

এশিয়ার ক্রিকেটারদের জন্য নিজের সর্বোচ্চ প্রমাণ করার জন্যও এশিয়া কাপ সবচেয়ে বড় মঞ্চ। তেমনই একজন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

একাধিক কারণে তিনি এবারের এশিয়া কাপের সেরা বোলারও হয়ে উঠতে পারেন।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা এই বোলার ভারতের বিপক্ষে অভিষেক সিরিজেই চমকে দেন পুরো ক্রিকেট বিশ্বকে। সেই প্রথম সিরিজের প্রথম দুই ম্যাচেই ১১ উইকেট নেন। বাংলাদেশের হয়ে ফ্র্যাঞ্চাইজিলিগগুলোতেও সমান তালে খেলে যাচ্ছেন মোস্তাফিজুর। এবারের এশিয়া কাপ এই তরুণের জন্য নিজেকে সেরা প্রমাণের সেরা সুযোগ।

কেন মোস্তাফিজ হবেন সেরা? আছে একাধিক কারণ। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট স্পোর্টসক্রীড়া প্রকাশ করেছে তেমন তিনটি কারণ। দেখা যাক কী সেসব কারন-মোস্তাফিজুর রহমান একাধিক কারণে এশিয়া কাপের সেরা বোলার হয়ে উঠতে পারেন-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম# ফ্ল্যাট উইকেটে সেরা পারফরমার মোস্তাফিজঃ

স্বাভাবিকভাবেই বাংলাদেশের উইকেট ফ্ল্যাট হয়। আর মোস্তাফিজ তার দক্ষতার সেরাটা দেখাতে পারেন এমন উইকেটেই। ব্যাটসম্যানের জন্য ভয়ের কারণ ফ্ল্যাট উইকেটের মোস্তাফিজ। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫৬টি উইকেটের ৩৩টিই পেয়েছেন ফ্ল্যাট উইকেটে।

আর তার এই দক্ষতাই এশিয়া কাপে মোস্তাফিজকে সবার থেকে এগিয়ে রাখবে। কারণ এবারের এশিয়া কাপের আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানের উইকেটও স্বাভাবিকভাবেই ফ্ল্যাট। তাই বলাই যায় আরব আমিরাতে মোস্তাফিজ বিশেষ সুবিধা পাবেন।

# প্রত্যাশিত ফর্মে আছেন মোস্তাফিজঃ

একাধিক ইনজুরিতে বেশ কিছুদিন থেকেই ছন্দে নেই মোস্তাফিজ। তাই স্বাভাবিকভাবেই এশিয়া কাপ হবে প্রত্যাশিত ছন্দে ফেরার মঞ্চ। তার ছন্দে ফেরার এক ঝলক দেখা গেছে গেল ওয়েস্ট ইন্ডিজ সফরে। সীমিত ওভারের সিরিজে ছয় ম্যাচে মোস্তাফিজ নেন ১৩ উইকেট।

নিজের সেরা ফর্মে না থাকলেও আছেন প্রত্যাশিত ফর্মে। এই ধারা বজায় রাখতে পারলে এবং নিজেকে চেনা ছন্দে ফেরানোর ক্ষুধা থাকলে মোস্তাফিজই হতে পারেন এবারের এশিয়া কাপের সেরা বোলার।

# অন্য যেকোনো সময়ের চেয়ে সেরা ফিটনেসে আছেন মোস্তাফিজঃ

প্রতিটা সিরিজের আগে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সামনে একটি প্রশ্ন অবশ্যই আসে। ফিট আছেন তো মোস্তাফিজ? বাংলাদেশ ক্রিকেটের সমর্থকদের জন্য দারুণ একটি সংবাদ হলো, বিগত সময়ের মধ্যে সবচেয়ে ভালো ফিটনেস নিয়ে এশিয়া কাপে গিয়েছেন মোস্তাফিজ। যদিও ভাইরাস জ্বর নিয়েই আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে, তবে বিসিবি চিকিৎসক নিশ্চিত করেছেন ফিটনেসের কোনো সমস্যা নেই মোস্তাফিজের।

তাই বলাই যায় একজন ফিট মোস্তাফিজ তার প্রিয় ফ্ল্যাট উইকেটে যদি সেরা ফর্মে থাকে তবে ব্যাটসম্যানরা অবশ্যই বাড়তি সুরক্ষা নিয়ে ভাবতেই পারেন।

১৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এবারের এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।