ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরি দিয়ে যতি টানলেন কুক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
সেঞ্চুরি দিয়ে যতি টানলেন কুক কুককে বিদায়ী সংবর্ধনা দিলেন ভারতীয় ক্রিকেটাররা-ছবি: সংগৃহীত

শেষ ইনিংসে ১৪৭ রানের ঝলমলে এক ইনিংস খেলে আন্তর্জাতিক ক্যারিয়ারের যতি টানলেন ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক। সেই সঙ্গে রেকর্ড বইয়ে একাধিক আঁকিবুঁকিতে ‘রান্না’ শেষ করলেন ইংলিশ টেস্ট ক্রিকেটের সেরা ‘কুক’।

নিজের বিদায়ী টেস্টের শেষ ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন কুক। দেড়শো রানের কাছে গিয়ে থামল তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসটি।

ভারতীয় বোলার হনুমা বিহারির বলে কাট করতে গেলে কুকের ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক রিসাভ পান্তের গ্লাভসে ঠাই নেয় বল। এরইমাধ্যমে শেষ হয় এক বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের।

লন্ডনের ওভালে সোমবার (১০ সেপ্টেম্বর) সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের চতুর্থ দিনে ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি হাঁকিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটিয়েছেন অ্যালিস্টার কুক। শেষ ইনিংসে টেস্ট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান যাকে ইংলিশরা আদর করে ‘শেফ’ বা রাঁধুনি বলে ডাকে, শেষ ‘রান্না’র স্বাদ দিয়ে সমর্থকদের মনে আক্ষেপ জাগিয়ে রাখলেন। কারণ, মাত্রই ৩৩ বছর বয়স তার। এই বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন তিনি।   

বিদায়ী টেস্টের শেষ ইনিংসের মাঝেই রেকর্ড বইয়ে একাধিক পরিবর্তন এনেছেন এই বাঁহাতি ওপেনার। নিজের বিদায়ী টেস্টের শেষ ইনিংসে সেঞ্চুরি করার অনন্য কীর্তি গড়েছেন অ্যালিস্টার কুক। এর মাধ্যমে টেস্ট ইতিহাসের পঞ্চম খেলোয়াড় হিসেবে নিজের অভিষেক এবং বিদায়ী টেস্টে সেঞ্চুরি করার অসামান্য কীর্তি গড়েছেন এই ইংলিশ ওপেনার।

নিজের শেষ টেস্ট ইনিংসে ২৮৫ বল খেলে ১৪টি বাউন্ডারির সাহায্যে ১৪৭ রানের ইনিংস খেলেছেন কুক। প্রথম ইনিংসের ৭১ রান মিলিয়ে ১৬১ টেস্টের ক্যারিয়ারে কুকের মোট রান হলো প্রায় ৪৫ গড়ে ১২,৪৭২ রান। সেঞ্চুরি ৩৩টি, অর্ধশতক ৫৭টি। সর্বোচ্চ স্কোর ২৯৪ রান।

আরও পড়তে ক্লিক করুন- সেঞ্চুরিতে শুরু, সেঞ্চুরিতে শেষ!

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।