ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে আশাবাদী মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
শ্রীলঙ্কার বিপক্ষে আশাবাদী মাহমুদউল্লাহ মাহমুদউল্লাহ রিয়াদ-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এশিয়া কাপের এবারের আসরে বেশ শক্ত দল হিসেবেই মাঠে নামবে বাংলাদেশ। যেখানে গ্রুপ পর্বে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তবে কোনো নির্দিষ্ট লক্ষ্য নয় প্রতিটি ম্যাচকেই আলাদা গুরুত্ব দিচ্ছে দল। আর ১৫ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ভালো করার আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

সংবাদ মাধ্যমে মাহমুদউল্লাহ বলেন, ‘শ্রীলঙ্কার সাথে আমাদের দারুণ কিছু স্মৃতি আছে। তবে শ্রীলঙ্কা শক্তিশালী দল এবং তারা খুব ভালো ক্রিকেট খেলছে।

তাদের হারাতে হলে আমাদের সেরাটা খেলতে হবে। আমরা দেশে থাকতে খুব ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি ভালো কিছু করতে পারবো। ’

লাল-সবুজের ব্যাটিংয়ে নির্ভরযোগ্য এই তারকার ব্যক্তিগত কোনো লক্ষ্য আছে কিনা? এমন প্রশ্নে জবাবে তিনি জানান, দলের জয়ে ভূমিকা রাখাটাই আসল চ্যালেঞ্জ।  

‘ব্যক্তিগতভাবে এশিয়া কাপে কিছু করার চেষ্টা করবো। দলের জন্য অবদান রাখতে পারলে ভালো লাগে, সেই ভালো লাগা আরো বেড়ে যায় যদি দল জেতে। আমি ব্যাপারটাকে সহজভাবে দেখতে চাই এবং যতোটা সম্ভব পারফর্ম করতে চাই। সত্যি কথা বলতে, সবগুলো দলই এখন ভালো ক্রিকেট খেলছে। প্রতিটি দলই গুরুত্বপূর্ণ, সুতরাং স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই। আর আমরা পুরো আসরকে একটা একটা ম্যাচে ভাগ করে চিন্তা করতে চাই। এতে প্রথম দিকে ভালো কিছু করতে পারবো। ’

আমিরাতে বাংলাদেশ খেলে অভ্যস্ত না। সেই সঙ্গে ওখানকার আবহাওয়া প্রচণ্ড গরম। দল কেমন মানিয়ে নেবে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এই মুহূর্তে এখানকবার আবহাওয়ায় আদ্রতা বেশি। তবে একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমাকে এর সাথে মানিয়ে চলতে হবে এবং খেলতে হবে। আমরা আবহাওয়ার ব্যাপারটাকে ইতিবাচকভাবে নিচ্ছি। ’

আমিরাতের তিন শহর দুবাই, আবুধাবি ও শারজায় প্রচুর বাংলাদেশি থাকে। তাই ম্যাচে ভালো সমর্থন পাওয়ার আশা করছেন মাহমুদউল্লাহ, ‘এখানে প্রচুর বাংলাদেশি নাগরিক থাকেন। সুতরাং অনেক বেশি সমর্থন পাবো বলেই বিশ্বাস করছি। আশা করি তারা মাঠে আসবেন, আমাদের সাপোর্ট করবেন এবং আমরা তাদের জন্য ভালো কিছু করবো। ’

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।