ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই বছর পর ৫০ ওভারের ক্রিকেটে স্টেইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
দুই বছর পর ৫০ ওভারের ক্রিকেটে স্টেইন ডেল স্টেইন। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে প্রায় দুই বছর পর ওয়ানডে দলে ফিরতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার তারকা ফাস্ট বোলার ডেল স্টেইন। ২০১৬ সালের অক্টোবরে সবশেষ ৫০ ওভারের ক্রিকেটে দেশের হয়ে দেখা গেছে স্টেইনকে।

দীর্ঘদিন থেকে ওয়ানডে থাকা স্টেইন বিশ্বকাপে দলে ফেরার আশা ব্যক্ত করে রেখেছিলেন আগেই। তাই বিশ্বকাপকে সামনে রেখেই তার এই দলে ফেরা।

 
স্টেইন ছাড়াও দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকা লেগ স্পিনার ইমরান তাহির।  

সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ বাড়াতে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ডেভিড মিলার। কিন্তু সেই সীমিত ওভারেই তাকে বিশ্রামে রাখা হয়েছে। ফাফ ডু প্লেসিসের অনুপস্থিতিতে শ্রীলঙ্কায় সিরিজে দলকে নেতৃত্ব দেওয়া কুইন্টন ডি ককও ওয়ানডে সিরিজে থাকবেন বিশ্রামে। তবে ওয়ানডেতে বিশ্রামে থাকলেও দুজনকেই রাখা হয়েছে টি-টোয়েন্টি সিরিজে।  

নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন রাসি ফন ডার ডুসান ও জিহান ক্লোটি।
 
চলতি মাসের শেষের দিকে নিজেদের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা।

ওয়ানডের দল: ফাফ দু প্লেসিস, হাশিম আমলা, জেপি দুমিনি, রিজা হেনড্রিকস, ইমরান তাহির, ক্রিস্টিয়ান ইয়ঙ্কার, কেশভ মহারাজ, হেইনরিখ ক্লাসেন, এইডেন মারক্রাম, ভিয়ান মাল্ডার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ডেল স্টেইন, খায়া ঝন্ডো।

টি-টোয়েন্টির দল: ফাফ ডু প্লেসিস, জিহান ক্লোটি, জুনিয়র ডালা, কুইন্টন ডি কক, জেপি দুমিনি, রবি ফ্রাইলিঙ্ক, ইমরান তাহির, ক্রিস্টিয়ান ইয়ঙ্কার, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, আন্দিলে ফেলুকওয়ায়ো, তাররাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।