ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিক-মিঠুনে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
মুশফিক-মিঠুনে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা মুশফিক-ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ১৪তম আসরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। যেখানে লঙ্কানদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে নড়বড়ে শুরুর পর দারুণ ব্যাটিংয়ে দলকে টেনে তোলার চেষ্টা করছেন মুশফিক ও মিঠুন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ২৩ ও মোহাম্মদ মিঠুন ২৫ রানে অপরাজিত আছেন।

এর আগে প্রথম ওভারের পঞ্চম বলে স্লিপে থাকা কুশাল মেন্ডিসের ক্যাচে শূন্য রানে থাকা লিটন দাশকে ফেরান মালিঙ্গা। পরের বলে উইকেটে আসা সাকিব আল হাসানকে একেবারে বোল্ড করে দেন এই অভিজ্ঞ লঙ্কান পেসার।  

সুরাঙ্গা লাকমালের করা দলীয় দ্বিতীয় ওভারের শেষ বলে বাঁহাতের কবজিতে আঘাত পান তামিম ইকবাল। এমনিতেই ডানহাতের অনামিকায় তার পুরোনো চোট রয়েছে। পরে সে সময়ই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন এই ওপেনার।   

এর আগে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় মাঠে নামে দু’দল।

গ্রুপ পর্বে বাংলাদেশ শ্রীলঙ্কা ছাড়াও আফগানিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ। যেখানে গ্রুপ পর্বের একটি ম্যাচ জিতেও দ্বিতীয় পর্বের সুযোগ থাকছে। দুটি গ্রুপ থেকে সেরা দুটি দল দ্বিতীয় পর্বে খেলবে। তবে এ ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি।

৬ দলের অংশগ্রহনে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান খেলবে ‘এ’ গ্রুপে। অন্য গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও হংকং।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষ), মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: উপুল থারাঙ্গা, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশাল পেরেরা (উইকেটরক্ষক), কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), থিসারা পেরেরা, দাসুন শানাকা, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমাল, আমিলা আপোনসো,দিলরুয়ান পেরেরা।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।