ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘তামিম ইকবাল এখন একটা নাম না, একটা অনুপ্রেরণা’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
‘তামিম ইকবাল এখন একটা নাম না, একটা অনুপ্রেরণা’ তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা। ছবি: সংগৃহীত

ম্যাচের ৪৭তম ওভারের পঞ্চম বলে ১০ ব্যাটসম্যান মোস্তাফিজুর রহমান যখন রানআউট হয়ে ফিরে গেলেন হিসেব মতে তখনই শেষ বাংলাদেশের ইনিংস। কিন্তু চিত্রনাট্য যে তখনও বাকী ছিল। এক মিনিট আগেও সিলিংয়ে ঝুলতে থাকা নিজের হাত নিয়েই নেমে গেলেন দলের ১১ নম্বর ব্যাটসম্যান তামিম ইকবাল। পুরো ক্রিকেট বিশ্বের সামনে বাংলাদেশকে গর্বিত করলেন।

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে আসরের প্রথম ম্যাচ শুরু হওয়ার ঘণ্টাখানেক আগেও অনিশ্চিত উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমের খেলা।  পা‍ঁজরের হাড়ে সুক্ষ্ম চিড় নিয়েই নেমে গেলেন বাংলাদেশের জন্য।

খেলে ফেললেন ১৪৪ রানের বীরোচিত ইনিংস। আর এমন সব কীর্তিতে ভর করেই বাংলাদেশ পেল ১৩৭ রানের বড় জয়।  

দলের সদস্যদের এমন দৃষ্টান্তে গর্বিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজে তামিম-মুশফিককে প্রশংসায় ভাসিয়েছেন। লিখেছেন, ‘দেশের জন্য তামিমের এমন দৃষ্টান্ত মানুষ কখনও ভুলবে না। তামিম ইকবাল এখন একটা নাম না, তামিম এখন একটা অনুপ্রেরণা। বাংলাদেশ যখন ব্যাটিং বিপর্যয়ে পড়ল ঠিক তখনি হাল ধরেন মিঃ ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ও মিঠুন। তাদের দুজনের ব্যাটে ভর করে বাংলাদেশ পায় বড় সংগ্রহ। মুশিকে অভিনন্দন ১৪৪ রানের অসাধারণ ইনিংস খেলার জন্য। ’

বিশেষ ধন্যবাদ জানাই দুবাইয়ে প্রবাসী বাংলাদেশীদের, যারা আমাদের এতো ভালবাসা দিয়েছে তাদের সর্মথনের মাধ্যমে। আমার দেশের সকলের প্রতি রইল আমাদের অনেক ভালবাসা। আমরা চেষ্টা করব আরও ভাল খেলে আপনাদের ভাল কিছু উপহার দিতে। ’

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।