ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের অষ্টম ৪ উইকেট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
সাকিবের অষ্টম ৪ উইকেট সাকিবকে অভিবাদন জানাচ্ছেন মেহেদি হাসান মিরাজ-ছবি: সংগৃহীত

ঢাকা: এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ৮ম বারের মতো ৪ উইকেট শিকার করলেন টাইগারদের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে দারুণ ঘূর্ণি জাদু চালিয়ে আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ (৩৭ রান), অধিনায়ক আসগর আফগান (৪ রান), সামিউল্লাহ শেনওয়ারি (১৮ রান) ও মোহাম্মদ নবীকে (১০ রান) ড্রেসিংরুমের পথ দেখান।

এই চার উইকেটের দেখা পেতে সাকিব এদিন ১০ ওভার বল করে ১ মেডেনে সঙ্গে দিয়েছেন ৪২টি রান।

ওয়ানডে ক্যারিয়ারে সাকিব প্রথম ৪ উইকেটের দেখা পেয়েছিলেন ২০১০ সালের ১১ ফেব্রুয়ারি স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে।

একই দলের বিপক্ষে একই বছর ঢাকায় এসেছিল দ্বিতীয় ৪ উইকেট। তৃতীয়টিও ঢাকায়, ওই বছরের ডিসেম্বরে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে।

চতুর্থটি পরের বছরের ১৮ অক্টোবর চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে পঞ্চমবারের মতো ৪ উইকেট পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে ৩ বছর। ২০১৪ সালের ২১ নভেম্বর চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে এই সাফল্য পেয়েছিলেন সাকিব।

ষষ্ঠটি অবশ্য এসেছিলো পরের বছরই। ২০১৫ সালের ১৩ মার্চ হ্যামিল্টনে কিউইদের চার ‍ব্যাটসম্যানকে ফিরিয়েছিলেন। আর সপ্তমটি এসেছিল এই আফগানদের বিপক্ষেই ২০১৬ সালে, ঢাকায়। অর্থা‍ৎ প্রায় দুই বছরের ব্যবধানে চার উইকেটের সাফল্যের দেখা পেলেন।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।