ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

'ভুল বলছেন অজিত, পারফর্ম করেই দলে আছেন মাশরাফি'

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
'ভুল বলছেন অজিত, পারফর্ম করেই দলে আছেন মাশরাফি' মাশরাফি বিন মুর্তজা। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে অলরাউন্ড পাফরম্যান্সেই আসে বাংলাদেশের বড় জয়। ব্যাট হাতে মুশফিকুর রহিমের অতিমানবীয় পারফরম্যান্স ও মোহাম্মদ মিঠুনের অসাধারণ সঙ্গ দেওয়া। এরপর বোলারদের দারুণ মাপা বোলিং সব মিলিয়ে বাংলাদেশের ঘরে ১৩৭ রানের জয়। কিন্তু বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চলতি এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে ১৩৬ রানের হার। 

বলার মত পারফরম্যান্স ছিল না দলের কারোই। শুধু অভিষিক্ত আবু হায়দার রনির ২ দুইকেট ও অলরাউন্ডার সাকিব আলা হাসানের ৪ উইকেট ছাড়া এক কথায় সবার পারফরম্যান্সই হতাশার।

বিশেষ করে ডেথ ওভারে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বেশ কিছু রানই আফগানদের জয়ের জন্য বড় সম্পদ হয়ে দাঁড়ায়।

সাধারণত ইনিংসের শুরু করতে দেখা যায় মাশরাফিকে। কিন্তু এদিন ম্যাচে নতুন বল তুলে দেওয়া হয় পেসার রুবেল হোসেনের হাতে। নিজে বোলিংয়ে আসেন অনেক পরে। ডেথ ওভারের দায়িত্বটাও নিজের কাঁধে নিয়ে নেন। কিন্তু তার দেওয়া ৪৮ নম্বরে ওভারে ১৭ রান ও ৫০ নম্বর ওভারে ১৯ রানই আফগানিস্তানকে ম্যাচে নিয়ে আসে।

ম্যাচ শেষে বিশেষজ্ঞরাও মাশরাফির এই সিদ্ধান্তকে নিয়ে কাঁটাছেড়া করতে বসে যান। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ নিয়ে আলোচনায় ক্রিকইনফোর স্টোডিওতে উপস্থিত ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার অজিত আগারকর।       

ম্যাচে মাশরাফির থাকা নিয়ে প্রশ্নই তুলে ফেলেন আগারকর। বলেন, ‘রশিদ ও নাইব শেষের দিকে মাশরাফিকে বেধড়ক পিটিয়েছেন। যদি তার দলে থাকার কারণ এটা হয় যে সে দলকে একত্র করে রাখে এবং মেন্টরের ভূমিকা পালন করে, আমি এই বিষয়ে নিশ্চিত নই। আমি সবসময় বিশ্বাস করে এসেছি, আপনি দলের নেতা হলে আপনাকে অবশ্যই দলের অন্যতম সেরা পারফরমার হতে হবে। মাশরাফির এমন পারফরম্যান্স এটা সমর্থন করে না। ’

কিন্তু তার এমন অভিযোগের প্রত্যাখ্যান করেন ভিডিও কলে স্টুডিওতে যোগ দেওয়া বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার শাহরিয়ার নাফিস। তার মতে, শুধু দলনায়ক নয়, পারফরম্যান্স দিয়ে দলে আছেন মাশরাফি।  

তিনি বলেন, ‘খেলা শুরু হওয়ার পর মাশরাফিকে ফুল হাতা জার্সি পরিহিত অবস্থায় দেখার পরেই বুঝেছিলাম, সে আজ ওপেনিংয়ে বল করবে না। সে সাধারণত নতুন বলে বল করে এবং ৪০ ওভারের মধ্যেই নিজের কোটা শেষ করে। বাংলাদেশ এ ম্যাচে ভিন্ন কিছু চেষ্টা করেছে। রুবেল, রনিদের দিয়ে শুরুতে বোলিং করিয়েছে। মাশরাফি পরে বল করেছে। ’ 

‘অজিতের সাথে আমি একটি পয়েন্টে দ্বিমত পোষন করছি। গত কয়েক বছর ধরে বল হাতে বাংলাদেশের সেরা পারফরমারের নাম মাশরাফি। এমন না যে সে দলের মেন্টর হিসেবেই দলে আছে। নিজের পারফরম্যান্স দিয়েই সে দলে আছে। ’

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।