ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১০ রানে ৮ উইকেট নিয়ে রেকর্ডের পাতায় নাদিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
১০ রানে ৮ উইকেট নিয়ে রেকর্ডের পাতায় নাদিম শাহবাজ নাদিম। ছবি: সংগৃহীত

প্রথমশ্রেণীর ক্রিকেটে মাত্র ১০ রানের খরচায় ৮ উইকেট! এমন অসাধারণ কাজ করেই রেকর্ডের পাতায় নাম লেখালেন ভারতীয় স্পিনার শাহবাজ নাদিম।

ভারতের প্রথমশ্রেণীর বিজয় হাজারে ট্রফির ম্যাচে ঝাড়খন্ডের হয়ে খেলেন নাদিম। এই লিগেই রাজস্থানের বিরুদ্ধে ১০ রানে ৮ উইকেট তুলে নিয়ে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) অনন্য এই নজির গড়েন তিনি।

বাঁহাতি এই স্পিনার এদিন ১০ ওভার বল করে ৪টি মেডেনসহ ১০ রান খরচায় নিয়েছেন ৮ উইকেট নেন৷ যা লিস্ট ‘এ’ ক্রিকেটে অনন্য এক রেকর্ড। ভারতীয় এই স্পিনারের আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম রানে বেশি রানের উইকেটের রেকর্ডও ছিল আরেক ভারতীয়র।

১৯৯৭-৯৮ ক্রিকেট মৌসুমে দিল্লির বাঁ-হাতি স্পিনার রাহুল সাংভি হিমাচল প্রদেশের বিরুদ্ধে ১৫ রান খরচ করে ৮টি উইকেট নেন।  

তবে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডেতেও আছে এমন এক রেকর্ড। যার মালিক শ্রীলঙ্কার সাবেক ফাস্ট বোলার চামিন্দা ভাস। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ১৯ রানের বিনিময়ে আট উইকেট নেওয়ার রেকর্ডের মালিক ভাস।  

ভারতীয় ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েছেন নাদিম। ২৯ বছর বয়সী এই স্পিনার এখন পর্যন্ত ৯৯ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৩৭৫ উইকেটের মালিক হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি বেশ কিছু দিন থেকেই ভারতীয় জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন নাদিম। তার এই পারফরম্যান্স এই সম্ভাবনাকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।