ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির ‘সুপারম্যান’ ক্যাচে ফিরলেন শোয়েব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
মাশরাফির ‘সুপারম্যান’ ক্যাচে ফিরলেন শোয়েব শোয়েব মালিককে ফেরানোর পর রুবেলের উল্লাস

ম্যাচের লাগাম ক্রমেই বাংলাদেশের হাত থেকে সরিয়ে নিতে থাকা শোয়েব মালিককে আউট করে স্বস্তি ফেরালেন রুবেল হোসেন। তবে এই উইকেট নেওয়ার পেছনে বড় ভুমিকাটা মাশরাফির। শোয়েব মালিক রুবেলের বলটিকে চিপ করে মিড উইকেটে পাঠাতে চেয়েছিলেন। কিন্তু ‘সুপারম্যান’র মতো ডাইভ করে বল মুঠোয় নিয়ে চিন্তার কারণ হয়ে ওঠা শোয়েবকে (৩০) প্যাভিলিয়নের পথ ধরিয়ে দিলেন মাশরাফি।

সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৪০ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই ওপেনার ফখর জামানের উইকেট হারায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারে বল করতে এসে পঞ্চম বলেই দারুণ এক ডেলিভারিতে ফখরকে রুবেল হোসেনের ক্যাচে পরিণত করলে মাত্র ২ রানেই প্রথম উইকেট হারায় সরফরাজবাহিনী।

পরের ওভারের দ্বিতীয় বলেই বাবর আজমকে লেগ বিফোরের ফাঁদে ফেললে ৩ রানেই ২ উইকেট হারায় পাকিস্তান। এরপর চতুর্থ ওভারে বল করতে এসে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে উইকেটরক্ষক মুশফিকের হাতে দিতে বাধ্য করেন টাইগার পেসার মোস্তাফিজ। মাত্র ১৮ রানেই ৩ উইকেট হারায় পাকিস্তান।

চলতি এশিয়া কাপে প্রায় প্রতি ম্যাচেই দলের ব্যাটিংয়ে হাল ধরা পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক এই ম্যাচেও দাঁড়িয়ে গিয়েছিলেন। কিন্তু ৫১ বলে ২ চারে ৩০ রান করা মালিককে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন রুবেল হোসেন। যদিও এই উইকেট পাওয়ার জন্য অধিনায়ক মাশরাফির ‘সুপারম্যান’ ক্যাচটিই দায়ী।  

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।