ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ ওভারে রিয়াদকে আনার কারণ জানালেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
শেষ ওভারে রিয়াদকে আনার কারণ জানালেন মাশরাফি এশিয়া কাপের ফাইনালে হারের পর হতাশ মাশরাফি-ছবি: সংগৃহীত

শেষ ২ ওভারে জেতার জন্য ভারতের প্রয়োজন ছিল ৯ রান। ৪৯তম ওভারে মোস্তাফিজের হাতে বল তুলে দিলেন মাশরাফি। তার মানে শেষ ওভারের জন্য কোনো পেসারের ওভার বাকি থাকছে না। শেষ ওভারে বোলিংয়ে কাকে আনবেন দলপতি? প্রথমে ভাবলেন সৌম্য সরকারকে আনবেন, পরক্ষনেই সিদ্ধান্ত পাল্টে মাহমুদউল্লাহকে আনলেন। ৬ রানের পুজি নিয়েও শেষ ওভারে জোর লড়াই করলেন রিয়াদ। তবে শেষ বলে গিয়ে পরাজয় সঙ্গী হয় টাইগারদের। ম্যাচ শেষে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ খোলসা করলেন মাশরাফি নিজেই।

রুবেল হোসেন এবং মোস্তাফিজুর রহমানের নির্ধারিত ১০ ওভার ইনিংসের শেষ ওভারের আগেই পূর্ণ হয়ে যাওয়ায় মাহমুদউল্লাহকে আক্রমণে আনেন মাশরাফি। বলও করছিলেন ভালোই।

কিন্তু শেষ বলে ভারতীয় ব্যাটসম্যান কেদার যাদবের পায়ে লেগে বল বাউন্ডারির সীমানা পেরিয়ে গেলে পরাজয় সঙ্গী হয় বাংলাদেশের। কিন্তু অনেকে প্রশ্ন তুলেছেন শেষ ওভারের জন্য একজন পেসারের ওভার কেন রাখা হলো না। জবাবে মাশরাফি বলেন, সিদ্ধান্তটা তার নিজেরই ছিল। আর মাহমুদউল্লাহও ভালো বোলিং করেছেন।

'আমি ওদের রান আটকাতে চেয়েছিলাম। পেসাররা যদি ৪৫ ওভার পর্যন্ত ভালো বল করে, তাহলে শেষ ওভারের জন্য কমপক্ষে ১০ রান বাকি থাকবে। তাই আমি শেষ ওভারটা নাজমুল কিংবা মাহমুদউল্লাহ’র কাছে ছেড়ে দিয়েছিলাম। '

স্পিনারদের কাছে যে প্রত্যাশা ছিল তা যে পূরণ হয়নি তাও বললেন টাইগার দলপতি, 'প্রথম ইনিংসে বল যেভাবে স্পিন করেছে, তাতে আমাদের স্পিনারদের আরও আশা করেছিলাম। মিরাজ এই টুর্নামেন্টে সেরা বোলার, রিয়াদও (মাহমুদউল্লাহ) গত ম্যাচে খুব ভালো বোলিং করেছেন। আজ তারা আরেকটু ভালো করতে পারত। '

শেষ ওভারে সৌম্যকে নান দিয়ে মাহমুদউল্লাহ’র হাতে বল তুলে দেওয়ার পেছনে তার অভিজ্ঞতা বিশেষ করে বিপিএলের অভিজ্ঞতাই কাজ করেছে বলে জানান মাশরাফি। 'আমি রিয়াদকে জিজ্ঞাসা করেছিলাম ওর আত্মবিশ্বাস নিয়ে। এর আগে বিপিএলে সে দুইবার শেষ ওভারে বল করে মঅ্যাচ জিতিয়েছিল। এটাই আমার ভাবনায় ছিল। সৌম্য’র পেস বল লেগে হয়তো বাউন্ডারি হয়ে যেতে পারত। স্পিনে মারতে গেলে জোর খাটাতে হতো। এমন ভাবনা থেকেই রিয়াদের হাতে বল দিয়েছিলাম। '

'ওকে (রিয়াদ) বলেছিলাম, ওরা মারতে চাইবে। আর এতে মিস হিট হওয়ার সুযোগ থাকে। বিশেষ করে কুলদীপ মারার চেষ্টা করবে। যাদব ব্যাটসম্যান হওয়ায় হয়তো অমন করবে না। পঞ্চম বলটা কিন্তু কুলদীপের ব্যাটের কানায় লেগেছিল। আসলে অমন পরস্থিতিতে একটু ভাগ্যের সহায়তাও লাগে। রিয়াদ ভালো করেছে। '

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।