ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের হারে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
পাকিস্তানের হারে সেমিফাইনালে বাংলাদেশ সেমিফাইনালে বাংলাদেশ যুবারা-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের পর হংকংকেও হারিয়েছে বাংলাদেশ। তবে আসরটির সেমিফাইনাল খেলতে টাইগার যুবাদের তাকিয়ে থাকতে হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটিতে। আর গ্রুপ ‘বি’তে লঙ্কানরা পাকিস্তানকে হারিয়ে দেওয়ায় সুখবর পেল বাংলাদেশ। শেষ চার নিশ্চিত হলো স্বাগতিক তরুণদের।

আসরের প্রথম ম্যাচে বাংলাদেশ যুবারা শ্রীলঙ্কার কাছে হেরে শুরু করে। তবে দাপট দেখিয়ে পাকিস্তানকে ৩ উইকেট ও হংকংকে ৫ উইকেটে হারায়।

তবে অপেক্ষায় থাকতে হয়েছে পাকিস্তানের হারের। হলোও তাই। শ্রীলঙ্কা গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারায়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কা ৪৯.৪ ওভারে ২০০ রানে অলআউট হয়। জবাবে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভার খেললেও ৮ উইকেট হারিয়ে ১৭৭ রানের বেশি করতে পারেনি। পাকিস্তান এ ম্যাচ জিতলে বাংলাদেশ থেকে রান রেটে এগিয়ে তারাই সেমিফাইনালে যেত।

‘বি’ গ্রুপ থেকে তিন ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা শ্রীলঙ্কা। এক ম্যাচ হারা বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে রানারঅাপ হয়েছে।

অন্যদিকে ‘এ’ গ্রুপে তিন ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা ভারত সেমিফাইনাল নিশ্চিত করেছে। এক ম্যাচ হারা আফগানিস্তান ৪ পয়েন্ট নিয়ে রানারআপ হয়ে সেমিফাইনালে ভারতের সঙ্গী হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।