ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের টেস্ট একাদশে নতুন মুখ পৃথ্বী শ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
ভারতের টেস্ট একাদশে নতুন মুখ পৃথ্বী শ পৃথ্বী শ-ছবি: সংগৃহীত

২০১৩ সালে এক ইনিংসে ৫৪৬ রান করেই চমকে দিয়েছিলেন। অনুমিতই ছিল এই ছেলে একদিন ভারতীয় জাতীয় দলে খেলবেন। সেটি এবার সত্যি হতে যাচ্ছে। ভারতীয় জাতীয় দলের হয়ে বৃহস্পতিবার (৪ অক্টোবর) মাঠে নামতে যাচ্ছেন পৃথ্বী শ। সবাইকে অবাক করে দিয়ে ম্যাচের একদিন আগেই চূড়ান্ত একাদশ ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আর সেখানেই রাখা হয়েছে পৃথ্বীকে।

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া ম্যাচটিতে অভিষেক হতে যাচ্ছে পৃথ্বীর। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার পাশাপাশি ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন পৃথ্বি।

তার নেতৃত্বেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে ভারত। ১৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৫৬.৭২ গড়ে রান তোলেন ১ হাজার ৪১৮।

ঘোষিত ভারতীয় দল: লোকেশ রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পুজারা , বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, উমেশ যাদব, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, শারদুল ঠাকুর (দ্বাদশ ক্রিকেটা)।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।