ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১৬ দল নিয়ে ১৩ অক্টোবর শুরু অ্যামেচার চ্যাম্পিয়ন্স ট্রফি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
১৬ দল নিয়ে ১৩ অক্টোবর শুরু অ্যামেচার চ্যাম্পিয়ন্স ট্রফি ট্রফি উন্মোচন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও রংপুর রাইডার্সের কর্ণধার সাফওয়ান সোবহান-ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ১৩ অক্টোবর থেকে ১৬ দলের অংশগ্রহণে শুরু হচ্ছে অ্যামেচার চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর। গতবারের মতো এবারের আসরেরও আয়োজক বিপিএল ফ্র্যাঞ্চাইজি ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স।

এ আয়োজনের কথা জানাতে বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাতে রাজধানীর বাড্ডার সাঁতারকুলের ইউনাইটেড সিটির ফার্ম হাউজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জার্সি ও ট্রফি উন্মোচন করেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও রংপুর রাইডার্সের কর্ণধার সাফওয়ান সোবহান।

এ সময় রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন, প্রধান নির্বাহী অফিসার (সিইও) ইশতিয়াক সাদেক, নির্বাহী পরিচালক ড. আনোয়ারুল ইকবাল মিতু, ১৬টি দলের অধিনায়ক এবং রংপুর রাইডার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাফওয়ান সোবহান-ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কমসাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে খেলতে পারবেন অপেশাদার ক্রিকেটারও। এবার রাজধানী ঢাকায় তিনটি ভেন্যু- সিটি ক্লাব মাঠ, গুলশান ইয়্যুথ ক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে চারটি গ্রুপে এ টুর্নামেন্টে লড়বে ১৬টি দল।  

দলগুলো হলো- এমএই ক্রিকেট টিম, লাইলা ক্রিকেট ক্লাব, টেক রিপাবলিক, কমনওয়েল্থ সিসি, এসপিজি বয়েজ, রেড কোর্ট সিসি, হক ব্রাদার্স, ট্রাভেল বুকিং বিডি, বেঙ্গল তাজ, কাজী কিংস, টোটাল টাইগার ক্রিকেট, ঢাকা ইন্ডিয়ান্স, র্যাংকন, গুলশান ইয়ুথ ক্লাব, কেসি সুপারস্টার এবং গ্রিন স্যালিংন্স।  

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান অনুষ্ঠানে বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো প্রমোটিং ক্রিকেট, অ্যামেচার ক্রিকেট। তাদের একসঙ্গে করতে চাই। কারণ এখানে যেসব ক্রিকেটার খেলছেন, তারা একসময় পেশাদার ক্রিকেট খেলতেন। কিন্তু এখন তাদের খেলার কোনো সুযোগ নেই। আমরা চাইছি তাদের নিয়ে লোকালি ভালো ক্রিকেট খেলতে। গত আসরের ফাইনালিস্ট দুই দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি ও দেড় লাখ টাকার চেক তুলেন দেন সাফওয়ান সোবহান-ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কমরংপুর রাইডার্সের নির্বাহী পরিচালক আনোয়ারুল ইকবাল মিতু বলেন, গতবার ১২টি দল অংশ নিয়েছিল। এবার ১৬টি দল খেলবে। আগামীতে কক্সবাজার, এরপর দেশের বাইরে এই ট্রফি অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ২ লাখ এবং রানার্সআপদের ট্রফি ও ১ লাখ টাকা দেওয়া হবে।

অনুষ্ঠানে গত আসরের ফাইনালিস্ট দুই দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি ও দেড় লাখ টাকার চেক তুলেন দেন সাফওয়ান সোবহান।

বাংলাদেশ সময়: ০৩০৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
এমএফআই/এইচএ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।