ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় ম্যাচেও হারল টাইগ্রেসরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
তৃতীয় ম্যাচেও হারল টাইগ্রেসরা তৃতীয় ম্যাচেও পাকিস্তানের মেয়েদের কাছে হেরে গেছে টাইগ্রেসরা-ছবি: সংগৃহীত

টানা সাফল্যের ধারায় ফের ছেদ পড়ল টাইগ্রেসদের। সেই নারী এশিয়া কাপ, আয়ারল্যান্ড সফর কিংবা সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখানো নারী ক্রিকেট দল ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে হেরেই চলেছে। প্রথম ম্যাচ বৃষ্টি বাধায় মাঠেই গড়ায়নি, দ্বিতীয়টিতে বৃষ্টি আইনে ৫৮ রানে হার, আর আজ তৃতীয় ম্যাচে ৭ উইকেটে হেরে সিরিজই খুইয়ে ফেলেছেন সালমারা।

শুক্রবার (৫ অক্টোবর) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। কিন্তু আজও আগের ম্যাচের ধারাবাহিকতা বজায় রেখে দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

ম্যাচটা যে টি-টোয়েন্টি তা বাংলাদেশের স্কোর কার্ড দেখে বুঝার উপায় নেই। রান তোলার গতি খুবই ধীর আর দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র তিন ব্যাটসম্যান। সর্বোচ্চ স্কোর মিডল অর্ডার ব্যাটসম্যান নিগার সুলতানার (১৯)। নিয়মিত বিরতিতে উইকেট পতন আর রান তুলতে ব্যাটসম্যানদের কঠিন লড়াই মিলিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮১ রানে থামে বাংলাদেশের ইনিংস।

পাকিস্তানের হয়ে বোলিংয়ে ৪টি করে ওভার বল করে সমান ২টি উইকেট পেয়েছেন নাশরা সান্ধু এবং নিদা দার। তবে ৪ ওভারে মাত্র ১০ রান খরচে ১ উইকেট পাওয়া আনাম আমিন বাংলাদেশী ব্যাটসম্যানদের রান তোলার পথে মূল বাধা হয়ে দাঁড়ান।

এদিকে ৮২ রানের টার্গেট ছুঁতে ধীরেসুস্থে ব্যাটিং করেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। নাহিদা খাতুনের ৪০ বলে ৩৩ রান অধিনায়ক জাভেইরা খানের ৩৭ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস দুটিই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১০ রান খরচে ১ উইকেট তুলে নেন রুমানা আহমেদ। ১ উইকেট পেয়েছেন ফাহিমা খাতুন। কিন্তু বাকিদের বোলিং তেমন কার্যকর প্রতীয়মান না হওয়ায় হার এড়াতে ব্যর্থ হয় টাইগ্রেসরা।

৪ ম্যাচ সিরিজে এই নিয়ে এক পরিত্যক্ত ম্যাচ আর টানা দুই পরাজয় মিলিয়ে ২-০ ব্যবধানে সিরিজ হেরে গেছেন সালমা-রুমানারা। আগামী শনিবার (৬ অক্টোবর) সিরিজের শেষ ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সম: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।