ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজে ব্যবধান দ্বিগুণ করলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
সিরিজে ব্যবধান দ্বিগুণ করলো ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানের অপরাজিত ৫৮ রানে ভর করে জয় পায় ইংল্যান্ড-ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা সফরে প্রতি ম্যাচেই বৃষ্টির হানা সামলাতে হচ্ছে ইংল্যান্ডকে। তবে জয় তুলে নিচ্ছে সফরকারীরাই। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টি শেষে ২-০তে এগিয়ে রয়েছে তারা। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

বুধবারের তৃতীয় ওয়ানডেতে লঙ্কানদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারালো ইংল্যান্ড। প্রবল বৃষ্টির পর দু’দলের জন্য ২১ ওভার করে বেঁধে দেওয়া হয়।

যেখানে প্রথমে ব্যাট করা স্বাগতিকরা ৯ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে। জবাবে ৩ উইকেট হারিয়ে ও ১৫ বল বাকি থাকতে জয় তুলে নেয় ইংলিশরা।

ক্যান্ডিতে ১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক ইয়ন মরগানের অপরাজিত ৫৮ রানে ভর করে জয় পায় ইংল্যান্ড। ৪৯ বলে ৭টি চারের সাহায্যে নিজের ইনিংস সাজান তিনি। এছাড়া ২৪ বলে ৩৫ করে অপরাজিত থাকেন বেন স্টোকস। ৪১ রান আসে জেসন রয়ের ব্যাট থেকে।

টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে শ্রীলঙ্কা। দুই ওপেনার নিরোশান দিকভেলা ও সাদিরা সামারাবিক্রমা ৫.৩ ওভারে ৫৭ রান তোলেন। তবে এ জুটি ভাঙার পর টম কুরান ও আদিল রশিদের বোলিং তোপে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত হয়ে পড়ে দিনেশ চান্দিমালের দল।

সর্বোচ্চ ৩৬ রান করেন দিকভেলা। ৩৫ রান আসে সামারাবিক্রমার ব্যাট থেকে। ৩৪ রান তোলে চান্দিমাল।

রশিদ ৫ ওভারে ৩৬ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন। কুরান পান ৩ উইকেট।

এর আগে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে বৃষ্টি আইনে ৩১ রানে হারিয়েছিল ইংল্যান্ড।

আগামী ২০ অক্টোবর একই ভেন্যুতে সিরিজে চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।