ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ মিশনে মঙ্গলবার রওনা দিচ্ছে টাইগ্রেসরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
বিশ্বকাপ মিশনে মঙ্গলবার রওনা দিচ্ছে টাইগ্রেসরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে মঙ্গলবার (২৩ অক্টোবর) দেশ ছাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এমিরেটস এয়ারলাইনস যোগে ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় নিউ ইয়র্কের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন সালমা-রুমানারা।

বিশ্বকাপে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের অপর ৪ প্রতিপক্ষ হলো, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

৯ নভেম্বর গায়নায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে লাল সবুজের নারী ক্রিকেট দল।

১২ নভেম্বর গ্রস ইসলেটে সালামাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

একই ভেন্যুতে ১৪ নভেম্বর তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে মোকাবেলা করবে কোচ আনজু জেইনের শিষ্যরা। ১৮ নভেম্বর দ. আফ্রিকার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটিও ওই মাঠেই অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপে ১৫ সদস্যের বাংলাদশে দল: সালমা খাতুন, রুমানা আহমদে, জাহানারা আলম, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়শো রহমান, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রিতু মনি, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, লতা মণ্ডল ও শারমনি আকতার সুপ্তা।

স্ট্যান্ডবাই: শামীমা সুলতানা, সুরাইয়া আজমনি, শায়লা শারমনি, সুলতানা খাতুন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ২২ অক্টোবর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।